অবশেষে শীতের দেখা মিলছে শহর কলকাতা সহ দশটি জেলায়। হঠাৎই তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে এসেছে, যা পরবর্তী ২৪ ঘন্টায় আরো নামবে বলে অনুমান করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা , বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী, নদীয়া মুর্শিদাবাদ এ জমজমাট শীতের আমেজ থাকবে শুক্রবার।
শীতের দুপুরের রোদের আরাম, ছুটিতে পিকনিক এসব আনন্দের পাশাপাশি রাস্তায় থাকা মানুষদের জন্য পারদ কমে যাওয়া এক তীব্র বিপত্তির সূচনা। ভারতের উত্তর-পশ্চিমের রাজ্য জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড শীত তীব্রতর হয়ে উঠছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী তুষারপাতের সম্ভাবনা আছে সিকিম ও সংলগ্ন এলাকাতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর পড়ুন : গণভোট করাক রাষ্ট্রসংঘ, বিজেপিকে চ্যালেঞ্জ করে বললেন মমতা
অন্যান্য জেলাগুলিতে পারদ এর মাত্রা হল- আসানসোলে ৯.২ বাঁকুড়ায় ৯.৫ ব্যারাকপুরে ১০.৩ বর্ধমানে ৯.৩ দিঘাতে ১০.৮ দমদমে ১১.৩ পানাগড়ে ৭.৬ পুরুলিয়ায় ৮.৮ শ্রীনিকেতনে ৭.৮ ডিগ্রি। এই দশকের সর্বনিম্ন পারদ পতন ৯.৯ ডিগ্রি সেলসিয়াস যা হার মানতে পারে এ বছরের শীতের কাছে।