ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সস্তায় ভারতে নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে LML, ভালো ডিজাইনের সঙ্গে পেয়ে যাবেন দুরন্ত ইঞ্জিন

Advertisement

ভারতের জনপ্রিয় এবং সুপ্রসিদ্ধ অটোমোবাইল কোম্পানি LML এবারে ভারতের বাজারে নিয়ে আসতে চলেছে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার। ভারত সরকারের কাছে ইতিমধ্যেই তারা তাদের নতুন ইলেকট্রিক স্কুটার LML STAR এর জন্য পেটেন্ট জারি করেছে বলে জানা যাচ্ছে। বাইকের মার্কেটে বর্তমানে খুব একটা জনপ্রিয়তা না পেলেও এই ইলেকট্রিকের বাজারে নতুন করে জনপ্রিয়তা পেতে চাইছে এই কোম্পানিটি।

কবে আসবে এই স্কুটার?

ইতালির অত্যন্ত জনপ্রিয় একটি ইলেকট্রিক স্কুটারের কোম্পানির সাথে একযোগে এই নতুন LML STAR ইলেকট্রিক স্কুটার তৈরি করার পরিকল্পনা করেছে এলএমএল। ইতালির ওই কোম্পানিটি এর আগে DUCATI, FERRARI, YAMAHA, KAWASAKI এর মত কোম্পানির সাথেও কাজ করেছে। ফলে বলা যেতে পারে, ইতালির কোম্পানিটির এই মার্কেটে বেশ ভালো নামডাক আছে এবং তাদের খ্যাতি এই মার্কেটে যথেষ্ট ভালই। তাই এবারে এই কোম্পানির সঙ্গে একসাথে মিলে ভারতের ইলেকট্রিক মার্কেটে থাবা বসাতে প্রস্তুতি নিচ্ছে LML।

কি কি থাকবে এই ইলেকট্রিক স্কুটারে?

এই স্কুটারের ডিজাইন এমনই হবে যাতে মডার্ন টেকনোলজির সাথে অ্যাস্থেটিক মিলে একসাথে একটা দারুন মেলবন্ধন করতে পারে। এই ইলেকট্রিক স্কুটার একেবারেই Eco-Friendly হতে চলেছে। LML জানাচ্ছে, তারা যেহেতু এর আগে অনেক বাইক ও স্কুটার বানিয়েছে এবং এই মার্কেটে অনেক বছর ধরে রয়েছে, তাই তারা নিজেদের পুরোনো ডিজাইন ফর্মুলা ফলো করতে চলেছে এই নতুন স্কুটারেও। নতুন এই ইলেকট্রিক স্কুটারে যেমন বোল্ড ডিজাইন এবং ফিউচারিস্টিক লুক থাকতে চলেছে, তেমনি কিন্তু ভালো ইঞ্জিন ও ভালো রেঞ্জ অফার করা হবে। হলে সব মিলিয়ে ভারতের বাজারের অন্যতম জনপ্রিয় একটা ইলেকট্রিক্স স্কুটার হতে পারে এলএমএল কোম্পানির এই নতুন LML STAR

Related Articles

Back to top button