নাগরিকত্ব পেতে ১৯৭১ সালের আগের নথি প্রয়োজন নেই, জানাল কেন্দ্র
সংশোধিত নাগরিকত্ব বিলের নামে মানুষের চোখে যে আর্তি, হঠাৎ করেই বাস্তুহারা-দেশছাড়া হবার ভয় আর তারই ফলস্বরূপ বিক্ষোভ গোটা দেশে যেভাবে ছড়িয়ে পড়েছে তাকে কিছুটা স্তিমিত করতে শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একাধিক টুইটের মাধ্যমে জানানো হয়েছে কোন ভারতীয় যাতে অযথা হয়রানির মধ্যে না পড়ে তা নিয়ে সচেষ্ট কেন্দ্র। এবং এক্ষেত্রে শুধুমাত্র জন্মের নথি বা জন্মস্থানের নথি বা উভয় নথি দাখিলের মাধ্যমে মানুষ ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন।
নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে ১৯৭১ সালের আগের কোন ব্যক্তির বাবা অথবা ঠাকুরদা-ঠাকুমার পরিচয় পত্র, জন্মের শংসাপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। যে সমস্ত নিরক্ষর ব্যক্তির কোনও নথি নেই তাদের জন্য নির্দিষ্ট পদ্ধতিতে সাক্ষী পেশ বা কমিউনিটির সদস্যদের দ্বারা পূর্ণ সমর্থনে কোনো স্থানীয় নথি পেশের অনুমতি দিতে পারে এমনটা কেন্দ্রের তরফে বলা হয়েছে।
আরও পড়ুন : আমরা ক্ষমতায় থাকাকালীন বিহারে এনআরসি হবেনা, সাফ জানালেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার
নাগরিকত্ব আইনের বিরোধিতায় এখনো পর্যন্ত অনেকেই প্রাণ হারিয়েছেন। যদিও অশান্তির সম্ভাবনায় উত্তরপ্রদেশে বুধবার রাত থেকেই ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। বৃহস্পতিবার কর্নাটকে দুজন ও লখনউতে একজনের মৃত্যু হয়েছিল। বুন্দরশহর, কানপুর, গাজিয়াবাদে পরিস্থিতি এমন রূপ হয় যে বিক্ষোভকারীর উদ্দেশ্যে গুলি চলে।
শুক্রবার উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে যে বিক্ষোভ হয় তার মধ্যে কানপুরের ঘটনাটি অতি ভয়ঙ্কর রূপ ধারণ করে। পুলিশের গুলিতে ৮ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়। উত্তরপ্রদেশের মুখ্যসচিব মৃত্যুর খবর স্বীকার করলেও তা যে পুলিশের গুলিতে এমন কিছু স্পষ্ট করে জানান নি।