দীপাবলীর আগেই ধামাকা, প্রত্যেক মহিলাদের ৩০০০ টাকা বোনাস দেবে রাজ্য সরকার
লড়কি বহেন যোজনার মাধ্যমে বর্তমানে মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা পর্যন্ত বোনাস পেয়ে থাকেন।
এবার রাজ্য সরকার রাজ্যের মহিলাদের জন্য বিশেষ বোনাস ঘোষণা করেছে। জানা যাচ্ছে, দীপাবলীর আগেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা পর্যন্ত বোনাস দেবে রাজ্য সরকার। আমরা আপনাদের বলি, বর্তমানে যে সমস্ত মহিলারা “লড়কি বহেন যোজনা”-র সুবিধা পেয়ে থাকেন, তারাই দীপাবলীর আগে এই বিশেষ বোনাস পাবেন। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত মহিলাদের নাম এই বিশেষ যোজনায় অন্তর্ভুক্ত রয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে এই টাকা।
আমরা আপনাদের বলি, লড়কি বহেন যোজনার মাধ্যমে বর্তমানে মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা পর্যন্ত বোনাস পেয়ে থাকেন। যা এই মাসে দীপাবলীর আগেই ডবল বোনাস হিসেবে ব্যাংকে ঢুকবে। অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাসের প্রাপ্য টাকা একসাথে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে রাজ্যের মহিলাদের। যা রাজ্য সরকার দীপাবলি বোনাস হিসেবে ব্যাংকের খাতায় জমা করানোর ঘোষণা দিয়েছে।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
১. মূলত রাজ্যের গরিব মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
২. আবেদনকারীদের অবশ্যই মহারাষ্ট্রের স্থানীয় বাসিন্দা হতে হবে।
৩. আবেদনকারীর নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
৪. কোনভাবেই আবেদনকারীর বার্ষিক আয় ২.৫ লাখের অধিক হওয়া চলবে না।
আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন?
১. আধার কার্ড
২. পরিচয়পত্র বা শংসাপত্র
৩. ব্যাঙ্ক অ্যাকাউন্ট
৪. বসবাসের শংসাপত্র
৫. বয়স প্রমাণ
৬. রেশন কার্ড
৭. পাসপোর্ট সাইজ ছবি
৮. আয়ের সার্টিফিকেট