ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

স্টাইলিশ চেহারা শক্তিশালী ইঞ্জিন, নতুন Royal Enfield Bear 650 বাইকে রয়েছে প্রচুর ফিচার

এই নতুন বাইকটি আপনারা পেয়ে যাবেন একেবারে কম দামের মধ্যে

Advertisement

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নিজেদের নতুন মোটরসাইকেল লঞ্চ করে দিল রয়েল এনফিল্ড। ইতিমধ্যেই এই কোম্পানিটি তাদের নতুন Bear 650 উন্মোচন করেছে। প্রথমবারের মতো এই বাইকের অফিশিয়াল ছবি প্রকাশ করা হয়েছে। এই বাইকটি শীঘ্রই সারা বিশ্বের সামনে আসবে ইতালির EICMA মোটর অনুষ্ঠানে। আপনাদের জানিয়ে রাখি কোম্পানী টি ৫ ই নভেম্বর এই নতুন বাইক ভারতের সামনে নিয়ে আসবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই নতুন বাইকের মধ্যে কি কি ফিচার আপনারা পাবেন।

৬৫০ সিসি সেগমেন্টে কোম্পানির অন্যান্য মোটরসাইকেল এর মতোই এই বাইকেও পেয়ে যাবেন টুইন প্লাটফর্ম টেকনোলজি। এই বাইকে আপনাদের জন্য রয়েছে অনেক উদ্বোধনী ফিচার যার মধ্যে অন্যতম হলো বেশ কিছু নতুন বৈশিষ্ট্য এবং প্রিমিয়াম যান্ত্রিক উপাদান। এই বাইকে নামের মতোই এর লোক অত্যন্ত আকর্ষণীয় এবং ডিজাইন বেশ চিত্তাকর্ষক।

২১৪ কেজি ওজনের এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি বেশ স্টাইলিশ সিট, একটি এলইডি হেডলাইট এবং টেললাইট, রেসিং বাইকের মত রয়েছে সাইড প্যানেল নম্বর বোর্ড, ১৮৪ মিলিমিটার চমৎকার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ইন্টারসেপ্ট বাইকের মতোই হালকা ওজন। এই বাইকে আপনারা গেরিলা ও হিমালয়ানের মতই TFT ডিসপ্লে পেয়ে যাবেন। এই বাইকে আপনারা গুগল ম্যাপস ব্যবহার করতে পারবেন। এছাড়াও, এই বাইকটি সুইচ গিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। রয়েল এনফিল্ড কোম্পানির এই বাইকটি আপনারা পাঁচটি আলাদা আলাদা বিকল্পে পেয়ে যাবেন।

এই বাইকে আপনারা পেয়ে যাবেন ৬৪৮ সিসি সমান্তরাল টুইন সিলিন্ডার ইঞ্জিন। তবে এখানে একটি বড় পরিবর্তন রয়েছে। এর মধ্যে রয়েছে একটি টু ইন ওয়ান সিস্টেম। এই ইঞ্জিন ৪৭ হর্সপাওয়ার ক্ষমতা ও ৫৬.৫ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। এই বাইকে আরো কিছু পরিবর্তন থাকার সম্ভাবনা আছে। তবে সেগুলোর ব্যাপারে এখনো পুরোপুরি জানানো হয়নি কোম্পানির তরফে। এই বাইকের ৩২০ মিমি ডিস্ক ইউনিট দেওয়া হয়েছে এবং সঙ্গেই রয়েছে একটি ২৭০ মিমি ডিস্ক ব্রেক। এই বাইকে আপনারা ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন।

Related Articles

Back to top button