Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Eastern Railways: যাত্রী স্বাচ্ছন্দে নয়া ব্যবস্থা সরকারের, কোথায় মিলবে এই নতুন পরিষেবা

যাত্রী স্বাচ্ছন্দের কথা খেয়াল রেখে এবারে নতুন পন্থা অবলম্বন করল রাজ্য সরকার। ইতিমধ্যেই পূর্ব রেলের বিভিন্ন নতুন সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গ। চলুন জেনে নেওয়া যাক কোন কোন সুবিধা দেওয়া হচ্ছে…

Avatar

যাত্রী স্বাচ্ছন্দের কথা খেয়াল রেখে এবারে নতুন পন্থা অবলম্বন করল রাজ্য সরকার। ইতিমধ্যেই পূর্ব রেলের বিভিন্ন নতুন সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গ। চলুন জেনে নেওয়া যাক কোন কোন সুবিধা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গকে। এই সমস্ত নতুন উদ্বোধন হওয়া বিষয়ের মধ্যে রয়েছে ৮৩ টি রিটায়ারিং রুম, ২৮ টি ডোরমেটোরি রুম। এরমধ্যে থাকবে এয়ারকন্ডিশন ডিলাক্স এবং নন এসি রুমের সুবিধা। যাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী এই সমস্ত রুম বুক করতে পারবেন পূর্ব রেলের কাউন্টার থেকে।

দূরগামী ট্রেনে যাত্রার জন্য অনেক সময় কিন্তু বিশ্রাম নেওয়ার প্রয়োজন পড়ে। সেই সময় রিটায়ারিং রুম অথবা ডরমেটরি রুম থাকলে অনেকটা সুবিধা হয়। অনেক সময় স্টেশনে অনেকটা আগে চলে আসতে হয়, তখন আর কোথাও রেস্ট নেওয়ার জায়গা থাকে না। সেই কারণেই নতুন চিন্তাভাবনার মাধ্যমে এই নতুন ধরনের রুম তৈরি করা হচ্ছে বিভিন্ন রেলওয়ে স্টেশনে। এই সমস্ত রুমের মধ্যে থাকবে স্নানাগারের ব্যবস্থা। যাত্রীরা কিন্তু নিজেদের বিশ্রাম নেওয়ার সাথে সাথে ট্রেনে ওঠার আগে সমস্ত নিত্য কর্ম সেরে নিতে পারবেন। এর পাশাপাশি, যদি ট্রেন পরিবর্তন করা হয়, সেক্ষেত্রেও যাত্রীদের কোন অসুবিধা হবে না। যাত্রীরা খুব স্বাচ্ছন্দে ডিলাক্স এবং নন এসি রুমে বিশ্রাম নিতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনি যদি একা হন অথবা অনেক জনের সাথে একসঙ্গে ট্রাভেল করেন, সেক্ষেত্রে আপনি এই সুবিধা উপলব্ধ করতে পারবেন খুব সহজে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন স্টেশনে আপনারা পাবেন এই সুবিধা। পূর্ব রেলওয়ে এই প্রজেক্ট শুরু করেছে পাইলট প্রজেক্ট হিসেবে। বর্তমানে পূর্ব রেলের হাওড়া, শিয়ালদা, কলকাতা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বহরমপুর কোর্ট, দক্ষিণেশ্বর, বেলুড়, তারকেশ্বর, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, নবদ্বীপ ধাম, আসানসোল, দুর্গাপুর, জসিডি, মধুপুর, সিউড়ি, শিমুলতলা, চিত্তরঞ্জন, বৈদ্যনাথ ধাম, দেওঘর, মালদা, ভাগলপুর, জামালপুর, নিউ ফারাক্কা, সাহেবগঞ্জ, সুলতানগঞ্জ এবং বারহারোয়া স্টেশনে এই সুবিধা পাওয়া যাবে। আইআরসিটিসি মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং করে আপনারা এই ধরনের রেষ্ট রুমের সুবিধা গ্রহণ করতে পারবেন।

About Author