LPG Price: ১লা নভেম্বর সকাল হতে না হতেই বড় ধাক্কা, বাড়লো গ্যাস সিলিন্ডারের দাম, দেখুন আপনার শহরে দাম কত?
১ নভেম্বর থেকে অনেক নিয়মে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে ভারতে
১লা নভেম্বর ভোরে সাধারণ মানুষের পকেটে বড় ধাক্কা। পহেলা নভেম্বর থেকে তেল কোম্পানিগুলো ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে। তেল সংস্থাগুলির প্রকাশিত সর্বশেষ হার অনুসারে, এই গ্যাস সিলিন্ডার দাম আগামী মাস থেকে ৬২ টাকা বাড়তে চলেছে। তবে এটি স্বস্তির বিষয় যে, ১৪ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বাড়েনি। একই সময়ে, তেল সংস্থাগুলি এটিএফ-এর দাম বাড়িয়েছে, এর ফলে বলা যায় যে বিমান ভাড়াও ব্যয়বহুল হবে।
কত হবে গ্যাসের দাম?
আপনাদের জানিয়ে রাখি, ভারতের মেট্রো শহরগুলোতে অনেকটা পাল্টে যেতে চলেছে গ্যাসের দাম। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে দিল্লিতে ১৯ কেজি এলপিজি গ্যাসের দাম হতে চলেছে ১৮০২ টাকা, কলকাতায় দাম হবে ১৯১১.৫০ টাকা, মুম্বাইতে দাম হবে ১৭৫৪.৫০ টাকা ও চেন্নাইয়ে দাম হবে ১৯৬৪.৫০ টাকা। তবে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হলেও তেল কোম্পানিগুলো দেশীয় গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ায়নি।
১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কত?
বিগত বেশ কয়েক বছর ধরে ভারতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। এই মুহূর্তে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ৮০৩ টাকা, কলকাতায় দাম ৮২৯ টাকা, মুম্বাইয়ে দাম ৮০২.৫০ টাকা ও চেন্নাইয়ে দাম ৮১৮.৫০ টাকা।
ফ্লাইটের টিকিট ব্যয়বহুল হতে পারে
দীপাবলির মরসুমে বিমান যাত্রীদের একটি বড় ধাক্কা দিয়ে, তেল সংস্থাগুলি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে। এ কারণে আগামী দিনে ফ্লাইটের টিকিটের দাম অনেকটাই বাড়তে পারে। আপনাদের জানিয়ে রাখি যে, ১ নভেম্বর থেকে তেল কোম্পানিগুলি জেট ফুয়েল অর্থাৎ এটিএফ-এর দাম প্রতি কেজি প্রায় ৩ হাজার টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে।