ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

IRCTC: আগামীকাল থেকে পাল্টে যাবে রেলের এই নিয়ম, নিশ্চিত টিকিট পেতে এই কাজটি করতে হবে

আপনি যদি আইআরসিটিসি এর মাধ্যমে রেলের টিকিট বুক করেন, তাহলে আপনাকে এই খবরটা জানতেই হবে

Advertisement

ভারতীয় রেলওয়ে সম্প্রতি ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম পরিবর্তন করেছে। এই পরিবর্তন কার্যকর হচ্ছে ১লা নভেম্বর অর্থাৎ শুক্রবার থেকে। এর আওতায় যাত্রীরা এখন ৬০ দিন আগে যেকোনো ট্রেনে রিজার্ভেশন করতে পারবেন। এখনো পর্যন্ত এই সময়সীমা ছিল ১২০ দিন, তবে এবারে এই সময়সীমা অনেকটাই পাল্টে দেওয়া হচ্ছে।

ভারতীয় রেলওয়ের এই পরিবর্তন ১ নভেম্বর, ২০২৪ থেকে সমস্ত ট্রেন এবং বিভাগের টিকিট সংরক্ষণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে, এই পরিবর্তন ইতিমধ্যে বুক করা ট্রেনের টিকিটকে প্রভাবিত করবে না। আপনি যদি ভবিষ্যতে ভ্রমণের পরিকল্পনা করেন তবে আপনাকে টিকিট বুকিংয়ের বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্যথায় নিশ্চিত টিকিট পাওয়া আপনার জন্য কঠিন হতে পারে। যেহেতু অগ্রিম টিকিট বুকিংয়ের সময় মাত্র ৬০ দিন, তাই যাত্রীদের টিকিট সংরক্ষণের জন্য এবারে তাড়াহুড়ো করতে হবে।

যাত্রীরা তাদের ভবিষ্যত ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী আইআরসিটিসি অ্যাপ বা ওয়েবসাইটে নিজেরাই টিকিট বুক করতে পারেন। আপনি রেলওয়ে স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে গিয়ে সম্বন্ধ রুটের ট্রেনের টিকিট কিনতে পারেন।

নতুন অগ্রিম বুকিং নিয়ম

১ নভেম্বর, ২০২৪ থেকে, অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড (ARP) হবে ৬০ দিন এবং সেই অনুযায়ী টিকিট বুকিং করা যাবে।

৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ১২০ দিনের ARP-এর অধীনে বুক করা সমস্ত টিকিট আগের মতোই বৈধ হবে।

পূর্বের ব্যবস্থা অনুযায়ী এই ধরনের টিকিট বাতিল করার অনুমতি দেওয়া হবে। তাজ এক্সপ্রেস, গোমতী এক্সপ্রেসের মতো নির্দিষ্ট দিনে চালানো এক্সপ্রেস ট্রেনগুলির ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না, যেখানে অগ্রিম সংরক্ষণের সময়সীমা কম।
বিদেশী পর্যটকদের জন্য ৩৬৫ দিনের সীমার বিষয়েও কোনো পরিবর্তন করা হয়নি।

Related Articles

Back to top button