টেক বার্তা

Jio New Plans: BSNL কে টেক্কা দিতে মাস্টারস্ট্রোক জিও-র, ৩ মাস আনলিমিটেড কল-রোজ ২ জিবি ডেটা, খরচ হবে….

গত জুলাই থেকে অগাস্ট পর্যন্ত বিএসএনএলে গ্রাহক ৫৫ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে

Advertisement

রিলায়েন্স জিও, দেশের অন্যতম বৃহত্তম টেলিকম সংস্থা, তার ব্যবহারকারীদের জন্য এই মাসে একটি গুরুত্বপূর্ণ আপগ্রেড ঘোষণা করেছে। সম্প্রতি, Jio তাদের বেশিরভাগ প্ল্যানের মূল্য বৃদ্ধি করেছে এবং কিছু পরিকল্পনা তালিকা থেকে সরিয়ে নিয়েছে। তবে, এই পরিবর্তনের মধ্যে একটি বিশেষ অফারও চালু করেছে যা অনেক গ্রাহকদের বিশাল সুবিধা দিচ্ছে। তবে এইসময় জানা যাচ্ছে ভারতে BSNL এর গ্রাহক ৫৫ মিলিয়ন হয়েছে। আর তাই BSNL কে টক্কর দিতে ২টি প্ল্যান আনল মুকেশ আম্বানির কেম্পানি। ওই দুটি প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলের সুবিধে ও হাইস্পিড ৫জি ডেটা। ওই দুটি প্ল্যানের একটির ভ্যালিডিটি ৯০ দিন। অন্যটির ভ্যালিডিটি ৯৮ দিন। একটির জন্য খরচ ৮৯৯ টাকা এবং অন্যটির জন্য খরচ ৯৯৯ টাকা।

Jio কোম্পানির ৮৯৯ টাকার প্ল্যান

জিওর ৮৯৯ টাকার প্ল্যানটির বৈশিষ্ট্য হলো, এটি ৯০ দিনের জন্য বৈধ এবং প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটার সুবিধা দিচ্ছে। যারা ৫জি ফোন ব্যবহার করছেন, তারা 5G ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা, ফ্রি ন্যাশনাল রোমিং এবং প্রতিদিন ১০০ এসএমএসের সুবিধাও রয়েছে। এছাড়া জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের মতো অ্যাপ্লিকেশনগুলোও বিনামূল্যে ব্যবহারের সুযোগ মিলবে।

Jio কোম্পানির ৯৯৯ টাকার প্ল্যান

অন্যদিকে, ৯৯৯ টাকার প্ল্যানটি ৯৮ দিনের বৈধতা নিয়ে এসেছে, যেখানে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে এবং 5G ফোন ব্যবহারকারীরা 5G ডেটার সুবিধা পাবেন। এটি এসএমএস, কল এবং রোমিংয়ের দিক থেকে ৮৯৯ টাকার প্ল্যানের সমান সুবিধা দিচ্ছে। দুই প্ল্যানেই গ্রাহকদের বিনোদনের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জিওর এই পদক্ষেপগুলি বাজারে তাদের অবস্থান মজবুত করতে সাহায্য করবে। তারা মনে করছেন, বিএসএনএলের মতো প্রতিষ্ঠানের বৃদ্ধির ফলে জিওর মতো বৃহৎ সংস্থাগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এর ফলে, বাজারে প্রতিযোগিতা বাড়ছে এবং গ্রাহকদের জন্য বিভিন্ন সুবিধা নিয়ে আসছে।

Related Articles

Back to top button