IRCTC: মাত্র ৪৫ পয়সায় ১০ লক্ষ টাকার বীমা কভার, ট্রেনের যাত্রীরা আবেদন করুন ঠিক এইভাবে
আপনি যদি irctc থেকে ই টিকিট বুক করতে চান, তাহলে আপনার জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে
যেসব যাত্রীরা প্রতিদিন রেলে ভ্রমণ করেন তাদের জন্য রয়েছে একটা বড় সুখবর। আপনি মাত্র ৪৫ পয়সায় ১০ লাখ টাকার কভার পেয়ে যাবেন ভারতীয় রেলের মাধ্যমে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম তার নতুন ভ্রমণ বীমা নীতিতে বড় কিছু পরিবর্তন নিয়ে এসেছে, যাতে প্রিমিয়াম যাত্রী প্রতি ৪৫ পয়সা রাখা হয়েছে। এই বীমা পলিসি ঐচ্ছিক, কিন্তু একবার বেছে নিলে একই পি এন আর এর অধীনে ভ্রমণকারী সমস্ত যাত্রীদের জন্য এটি বাধ্যতামূলক হয়ে উঠছে। এই প্রকল্পটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য চালু করা হয়েছে। শুধুমাত্র ই টিকিটের মাধ্যমে বুকিং করা যাত্রীরা এটা পেতে পারবেন।
Irctc এর মাধ্যমে যদি কেউ ই টিকিট বুক করেন, তারা শুধুমাত্র এই বীমা ব্যবহার করতে পারবেন। যদি কোন বিদেশি নাগরিক এজেন্ট বা অন্যান্য ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বুক করেন তাহলে কিন্তু এই সুবিধা আপনারা পাবেন না। পাঁচ বছরের কম বয়সী শিশু, যারা সিট ছাড়া টিকিট বুক করবেন, তাদের ক্ষেত্রে এটি কাজ করবে না। কিন্তু ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য যেহেতু সিট বুক করতে হয়, সেই কারণে তারা কিন্তু এই সুবিধা পেয়ে যাবেন।
এই বীমা পলিসির অধীনে বীমা অর্থ মোট চারটি ভাগে বিভক্ত রয়েছে। ট্রেন দুর্ঘটনা বা অন্যান্য ঘটনার পরে মৃতদেহ স্থানান্তরের জন্য ১০ হাজার টাকার মত বীমা সুবিধা পাওয়া যাবে। আহত হবার ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত বিমা সুবিধা রয়েছে। স্থায়ী বা আংশিক অক্ষমতার ক্ষেত্রে ৭ লক্ষ ৫০০০০ টাকা পর্যন্ত বিমা সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে দুর্ঘটনার ক্ষেত্রে, যদি স্থায়ী অক্ষমতা হয় তাহলে ১০০ শতাংশ বীমা অর্থ অর্থাৎ ১০ লাখ টাকা প্রদান করা হবে। যাত্রার সময় দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে মনোনীত ব্যক্তি বিমাকৃত অর্থের ১০০ শতাংশ পেয়ে যাবেন, অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়া যাবে।
এসএমএস এবং ইমেইল এর মাধ্যমে সেই যাত্রীকে বীমা সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হবে। যাত্রীরা তাদের টিকিট বুকিং ইতিহাস থেকে পলিসি নম্বর এবং অন্যান্য তথ্য পরীক্ষা করতে পারবেন। বীমা কোম্পানির ওয়েবসাইটে টিকিট বুক করার পরে নমিনির বিবরণ আপনাকে পূরণ করতে হবে। যদি মনোনয়নের তথ্য পূরণ করা না হয় তাহলে দাবির ক্ষেত্রে আইনি উত্তরাধিকারীদের অর্থ প্রদান করা হবে। এই বীমা পলিসি শুধুমাত্র নিশ্চিত এবং আরএসি টিকিট ধারীদের জন্য চালু করা হয়েছে। যাত্রার সময় যদি কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়, তবে সেক্ষেত্রে এই বীমা আপনি কাজে লাগাতে পারবেন।