শীত প্রেমীরা কয়েকদিন ধরে সেটাকে বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছিলেন, সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ ধোঁয়া ওঠা চায়ের চুমুক দিতে দিতে তারা বেশ শীতকে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় তাদের আনন্দ আর বেশিদিন থাকবে না, বড়দিনের আগেই তাপমাত্রা বাড়তে পারে। আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানাল আবহাওয়া দফতর। রবিবার শহরের তাপমাত্রা ছিল ১২.৪ দশমিক ২ ডিগ্রি একলাফে বেড়ে গেল দূরে আজ শহরের তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি।
এর মধ্যে শহর সেজে উঠেছে বড়দিনের আনন্দে। কিন্তু বড়দিনের আগে এমন যদি আবহাওয়া হয় তবে বড়দিনের আনন্দটা কিন্তু মাটি হয়ে যাবে কলকাতাবাসী কাছে। আবহাওয়াবিদরা আশংকা করছেন, এবারের বড়দিন যেন না এ বছরের শীতের উষ্ণতম দিন হয়।
আরও পড়ুন : জোড়া ধাক্কা বিজেপির, পদত্যাগ দুই বিজেপি নেতার
মেঘলা আকাশের সাথে সাথে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে বলে জানানো হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান এবং বিহারেও এমনই পরিস্থিতি থাকবে বলে জানানো হয়। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তবে বৃষ্টিপাত হয়ে গেলে আবারো সেই ঠান্ডায় কাঁপবে গোটা রাজ্যবাসী এবং পাঞ্জাব হরিয়ানা ও এই তালিকার বাইরে নয়।