সংশোধিত নাগরিকত্ব আইন এর বিপক্ষে গত সপ্তাহে তৃণমূলের বামেদের মিছিল এর পর আজ নাগরিকত্ব আইন এর স্বপক্ষে কলকাতায় বিজেপির বড় কর্মসূচি আছে এই মিছিলে নেতৃত্ব দেবেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। আজ দুপুর ১ টা নাগাদ বিজেপির এই মহা মিছিল শুরু হবে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যা গনেশ চন্দ্র এভিনিউ ও সেন্টাল এভিনিউ ধরে শ্যামবাজারের সমাপ্ত হবে। মিছিল শেষ হবার পর জে পি নাড্ডার নেতৃত্বে শ্যামবাজারে একটি সভাও হবে। বিমানবন্দর থেকে সরাসরি মিছিলের আরম্ভ স্থলে পৌঁছাবেন জে পি নাড্ডা।
মুখ্যমন্ত্রীর বিজেপির বিরুদ্ধে করা আক্রমণ বামেদের প্রতিবাদ মিছিল এসবের পাল্টা জবাব আজ দেবেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। জানা যায় এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ কে অভিনন্দন জানানো হবে বিল পাসের সাফল্যের কারণে। এদিক থেকে মিছিল কে অভিনন্দন যাত্রা ও বলা যেতে পারে। রবিবার রাতে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও শিবপ্রকাশ, মুকুল রায়, রাজু বন্দ্যোপাধ্যায় সমেত আরও কয়েকজন মিছিলের প্রস্তুতি ঘুরে দেখেন। দলের কর্মীদের নিয়ে অ্যাডভান্স টিম নামক একটি বিশেষ টিম গড়ে তোলা হয়েছে যার উদ্দেশ্য বহিরাগতদের গন্ডগোল থেকে মিছিলটি নিরাপত্তা দান করা। তাদের হাতে থাকবে ৫০ টি ওয়াকটকি এবং থাকছে ক্যামেরাও।
আরও পড়ুন : মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কা কা ছি ছি’ স্লোগান, মমতাকে কটাক্ষ বাবুল সুপ্রিয়র
তবে আবেদন সত্বেও পুলিশের অনুমতি না পেলেও মিছিলটি যে হবেই একথা জানিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। মিছিলে থাকছে ১০ টি ট্যবলো। থাকছেন মতুয়া, কীর্তনীয়া সম্প্রদায়ের মানুষও। এলইডি স্ক্রিনে দেখানো হবে উদ্বাস্তুদের করুন জীবন যাত্রার চিত্র। মিছিলে শুরুতে থাকবেন জে পি নাড্ডা, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, মুকুল রায় প্রমূখ। তারপর থাকবেন রাজ্য নেতৃত্ব ও সাংসদ বিধায়ক এবং তারপর থাকছেন সেলিব্রিটিরা।