মাত্র ৬৯৯ টাকায় কিনে নিন এই নতুন ফোন, লাইভ টিভি দেখা থেকে ইউপিআই পেমেন্ট সবকিছুই হবে সহজে
আপনি যদি ৬৯৯ টাকায় এই নতুন ফোন কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুণ অফার
অনেকেই বর্তমানে নতুন ফোন কিনতে চাইছেন বটে কিন্তু তাদের পকেটে পয়সা না থাকার কারণে তারা ফোন ছাড়াই অথবা ২জি ফোন দিয়ে ম্যানেজ করছেন। এবারে সেই সমস্ত গ্রাহকদের জন্যই একেবারে নতুন অফার নিয়ে চলে এলো রিলায়েন্স জিও। সম্প্রতি জিও কম্পানিটি লঞ্চ করে দিয়েছে একটি ফিচার ফোন যেখানে আপনারা ফোরজি পরিষেবা ব্যবহার করতে পারবেন। এই ফোনটির নাম দেওয়া হয়েছে Jiobharat V2 4G। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ফোরজি কানেক্টিভিটি। অর্থাৎ আপনারা হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই মোবাইলে। সঙ্গেই এটা যেহেতু একটি ফিচার কিপ্যাড ফোন, তাই ব্যবহার করতে অনেক সুবিধা এই ফোনটি। তবে সব থেকে আকর্ষণীয় যে বিষয়টি, সেটা হলো এই ফোনের দাম। বর্তমানে এই ফোনটা লঞ্চ করা হয়েছে মাত্র ৬৯৯ টাকায়। এই ফোনে আপনারা জিও কোম্পানির সমস্ত এপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। পাশাপাশি, জিওর সমস্ত প্যাক আপনি আরো সস্তায় রিচার্জ করতে পারবেন।
এই ফোনটার আসল দাম কিন্তু ৯৯৯ টাকা। তবে এই মুহূর্তে দিওয়ালি বাম্পার বোনাস অফারে flipcard এবং amazon এর মত কিছু ওয়েবসাইটে এই ফোনটি আপনি মাত্র ৬৯৯ টাকায় কিনতে পারবেন। বৈশিষ্ট্য বিবেচনা করে দেখলে, এই ফোনটি কিন্তু ৬৯৯ টাকা দামে একটা দুর্দান্ত ডিল হতে চলেছে আপনার জন্য।
Jio-এর 4G ফিচার ফোনে ২৪০×৩২০ পিক্সেল রেজোলিউশন এবং ১৬৭ppi-এর পিক্সেল ঘনত্ব সহ ১.৭৭-ইঞ্চি QYGA ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে একটি ০.৩MP ক্যামেরা এবং ৪GB ইন্টারনাল মেমরি রয়েছে। এর সাথে এই ফোনটিতে ৫১২MB RAM রয়েছে। এর স্টোরেজ ১২৮GB পর্যন্ত বাড়ানো যাবে। 4G VOLTE সংযোগ সহ ডিভাইসটিতে ১০০০mAh ক্ষমতার ব্যাটারি রয়েছে। ফিচার ফোন হওয়া সত্ত্বেও Jio-এর এই ডিভাইসে অনেক স্মার্ট ফিচার দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, JioTV অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা ৪৫৫টিরও বেশি টিভি চ্যানেল লাইভ দেখতে পারবেন এবং JioCinema অ্যাপের সাহায্যে OTT এবং লাইভ স্পোর্টস দেখার বিকল্পও দেওয়া হচ্ছে। JioPay অ্যাপ দিয়ে সহজেই UPI পেমেন্ট করা যায় এবং এই সমস্ত অ্যাপ ফোনে আগে থেকে ইনস্টল করা আছে।