ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank Account RBI: ১ টা, ২ টো নাকি ৩ টে, কটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন ভারতে বসে? জেনে নিন RBI-এর নিয়ম

আপনি যদি ব্যাংক একাউন্ট খুলতে চান, তাহলে আপনাকে আগে থেকে রিজার্ভ ব্যাংকের নিয়ম জানতে হবে

Advertisement

আপনি কি একসাথে অনেকগুলো ব্যাংক একাউন্ট খুলতে চান, তাহলে আপনাকে কিন্তু আগে থেকে জানতে হবে, একজন ব্যক্তি সর্বাধিক কতগুলি ব্যাংক একাউন্ট খুলতে পারেন ভারতে। না হলে কিন্তু আপনি পরবর্তীকালে পড়বেন বিপদে। বর্তমানে ভারতে, প্রতিটি মানুষের নামে ব্যাংক একাউন্ট রয়েছে। কেউ ব্যাংক একাউন্টের মাধ্যমে সঞ্চয় করেন আবার কেউ প্রতিদিনের খরচের জন্য ব্যাংক একাউন্ট থেকে টাকা তোলেন। এখন যেহেতু এটিএম এবং ইউপিআই সব জায়গায় চালু হয়েছে, পাশাপাশি এনএফসি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট বিভিন্ন POS ডিভাইসে করা যাচ্ছে, সেই কারণে এখন ব্যাংক একাউন্ট সবার জন্য খুব জরুরী একটা বিষয় হয়ে উঠেছে। আবার অনেক ক্ষেত্রে পড়াশোনার জন্য শিশুদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের থেকে যে টাকা দেওয়া হয় সেটাও কিন্তু ব্যাংক একাউন্টে আসে। তাই ব্যাংক একাউন্ট রাখা এখন সবার জন্য খুব দরকারি। এমন পরিস্থিতিতে আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন ব্যক্তি কতগুলি ব্যাংক একাউন্ট সর্বাধিক খুলতে পারেন? চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সেটাই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ব্যাংক একাউন্টের ধরন –

১. সেভিংস ব্যাংক একাউন্ট : এটি হলো যে কোন ব্যক্তির কাছে থাকা প্রাথমিক ব্যাংক একাউন্ট। এখানে যে কোন ব্যক্তি প্রতিদিনের খরচের জন্য টাকা জমা করতে পারেন। পাশাপাশি এটা হল এমন একটি ব্যাংক একাউন্ট, যেখানে টাকা বিনিয়োগ করলে আপনি প্রতি ছয় মাস তিন মাস অথবা এক বছর অন্তর সুদ পেয়ে যাবেন। তাই এই ধরনের ব্যাংক একাউন্ট রাখা অবশ্য গুরুত্বপূর্ণ।

২. কারেন্ট একাউন্ট : মূলত ব্যবসায়িক কারণে এই ধরনের কারেন্ট একাউন্ট বেশি খোলা হয়। ব্যবসার কাজের ক্ষেত্রে আপনাকে কারেন্ট একাউন্ট খুলতে হবে কারণ এখানে টাকা লেনদেনের বিশেষ কোনো লিমিট থাকে না। তবে এক্ষেত্রে কিন্তু আপনি সুদ পাবেন না।

৩. জিরো ব্যালান্স অ্যাকাউন্ট : এই ধরনের একাউন্টকে সহজ কথায় স্যালারি একাউন্ট বলা যেতে পারে। যারা বেতনভুক কর্মী রয়েছেন তারা নিজেদের টাকা সেভ করার জন্য এবং নিজেদের স্যালারি রাখার জন্য এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করেন। এই অ্যাকাউন্টে আপনি সুদ পাবেন একই রকম ভাবে, তবে সুবিধাটা হলো, এখানে কোনরকম সর্বনিম্ন একাউন্ট ব্যালেন্স রাখার প্রয়োজনটা নেই।

৪. জয়েন্ট একাউন্ট : একাধিক ব্যক্তি একসঙ্গে মিলে একটি অ্যাকাউন্ট খুলতে চাইলে তারা জয়েন্ট একাউন্ট খুলতে পারেন।

কটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে?

রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুসারে, আপনি কিন্তু আপনার যে কটা ইচ্ছা সে কটা ব্যাংক একাউন্ট খুলতে পারেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যদি আপনি ব্যাংক একাউন্ট খুলতে চান তাহলে কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে মেনটেইন করতে হবে। যদি আপনি মেন্টেন করতে না পারেন, সে ক্ষেত্রে আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের চার্জ নেওয়া হতে পারে।

Related Articles

Back to top button