School Holidays List December 2024: ডিসেম্বরে এত এত ছুটি! কতদিন বন্ধ থাকবে স্কুল কলেজ? জেনে নিন ডিসেম্বরে ছুটির পুরো তালিকা
আপনি যদি ডিসেম্বর মাসে কোন হলিডে প্ল্যান করে থাকেন তাহলে আপনার হলিডে বেশ ভালো চলবে মনে করা যায়
নভেম্বর মাস শেষ হতে চলেছে আর এই সময়ে উৎসবের গন্ধ পেয়ে গিয়েছে কচিকাঁচার দল। ডিসেম্বর মাসে আবার অনেকগুলো ছুটি রয়েছে। আর দুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ডিসেম্বর মাস। সেই কারণে এই মাসে একটা লম্বা ভ্যাকেশন কাটাতেই পারেন সবাই মিলে পরিবারের সাথে। সেই জন্য এবারে ডিসেম্বর মাসের ছুটির তালিকা আরও একবার ঝালিয়ে নিতে চাইছেন অনেকে। আমরা সবাই জানি ডিসেম্বরে বড়দিনের একটা লম্বা ছুটি থাকবে। পাশাপাশি বেশ কিছু উপরি ছুটি থাকার কারণে, বাবা মায়েরা ডিসেম্বরে তাদের সন্তানদের স্কুল কবে বন্ধ হবে এবং শীতের ছুটি কবে থেকে পড়বে সেটা জানতে উদগ্রীব।
২০২৪ সালের নভেম্বর মাস শেষ হতে চলেছে এবং ডিসেম্বর মাস আসতে চলেছে খুব শীঘ্রই। নভেম্বর মাসে বেশ কিছু দিন পড়ুয়াদের স্কুল কলেজ বন্ধ থাকে। তবে ডিসেম্বর মাসে আরো বেশি ছুটি থাকে। প্রায় তিন থেকে চারটি সরকারি ছুটির কারণে সারাদেশে ভালোই ছুটি ছিল নভেম্বর মাসে। তবে ডিসেম্বর মাসে এই ছুটির সংখ্যা বাড়বে। রাজধানী দিল্লি এনসিআর এবং আশেপাশের এলাকায় বায়ু দূষণের কারণে বর্তমানে স্কুল এবং কলেজ বন্ধ রয়েছে দিল্লিতে। নভেম্বর মাসে এরকম ঘটনা আগেও ঘটেছে। এবার এই ডিসেম্বর মাসের ছাত্রছাত্রী এবং তার অভিভাবকদের ছুটি কবে থাকবে সেটা নিয়ে উৎসাহ অনেকটাই বেশি। তাই আগে থেকে হলিডে প্ল্যান করে নিতেই হবে আপনাকে।
কদিন ছুটি থাকবে ডিসেম্বরে?
আপনি যদি শীতের ছুটিতে কোথাও একটা বেড়াতে যান তাহলে আপনাকে আগে থেকে জেনে নিতে হবে কবে কবে ছুটি থাকবে এই মাসে। শীতের মৌসুমে যেসব এলাকায় বিশেষত পাহাড়ি অঞ্চলে বা শীত প্রধান এলাকা গুলিতে বেশি শীত পড়ে, সেখানে আলাদা করে ছুটি ঘোষণা করেন জেলাশাসক। তাছাড়া এই মাসে বড় উৎসব বড়দিন রয়েছে এবং সেই কারণে ওই সময় সারা দেশে ছুটি থাকবে। ২৫শে ডিসেম্বর সারাদেশের স্কুলে ছুটি থাকবে। অনেক রাজ্যে এই ছুটি একদিনের বেশি হয়। এছাড়াও, ১, ৮, ১৫, ২২ এবং ২৯ ডিসেম্বর রবিবার পড়েছে। তাই এই দিনগুলোতেও সাধারণ ছুটি থাকবে। অন্যদিকে, বড়দিন এবং নিউ ইয়ার ঘনিয়ে আসতে না আসতেই উত্তর ভারতের কয়েকটি রাজ্যে তীব্র শীত পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে ডিসেম্বরের শেষ থেকেই পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মধ্যে কয়েকটি রাজ্যে স্কুলের শীতকালীন ছুটি শুরু হতে পারে।