ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

PAN 2.0: বাড়ি বদল করেছেন? তাহলে নতুন প্যান ২.০ কোথায় ডেলিভারি নেবেন? জেনে নিন প্যান কার্ডের ঠিকানা পরিবর্তন করার সম্পূর্ণ প্রক্রিয়া

PAN 2.0 এর নতুন সিদ্ধান্ত সামনে আসার পরেই প্যান কার্ড নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন এসেছে

Advertisement

এবার একটা নতুন প্রকল্প শুরু করলো ভারতের কেন্দ্রীয় সরকার। এই নতুন প্রকল্পে প্যান কার্ড আপডেট করা হবে এবং কেন্দ্রের ডিজিটাল ইন্ডিয়া মিশনের আওতায় এই প্রকল্প চলবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের উপরে সীলমোহর পড়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারের। এই সিদ্ধান্ত সামনে আসার পরেই প্যান কার্ড নিয়ে নতুন করে মানুষের মনে প্রশ্ন জেগেছে। বিশেষ করে আপনার যদি ঠিকানা পরিবর্তন হয় এবং নতুন জায়গাতে আপনি প্যান কার্ড ডেলিভারি নিতে চান তাহলে এবারে আপনি কি করবেন, সেই নিয়ে অনেকের মনে অনেক চিন্তা রয়েছে। এবার সেই নিয়ে যাবতীয় তথ্য দিয়ে দিল ভারতীয় সরকার। আয়কর বিভাগের এই নতুন আপডেটের পর প্যান কার্ড নিয়ে সবার চিন্তা অনেকটা দূর হয়েছে। চলুন তাহলে এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক

প্যান ২.০ চালুর খবর সামনে আসার পরে অনেকেই জিজ্ঞেস করেছেন, যারা কর্মসূত্রে বা অন্য কোন কারণে বর্তমানে অন্যান্য কোন শহরে থাকেন বা বাড়ি বদল করেছেন তারা কিভাবে নতুন প্যান কার্ডের ডেলিভারি পেয়ে যাবেন? এই প্রশ্নের উত্তরে আয়কর বিভাগ জানিয়েছে, নতুন প্যান কার্ড তখনই ইস্যু করা হবে যখন কার্ড হোল্ডার সেটা আপডেট বা সংশোধনের জন্য আবেদন করবেন। নতুন প্যান কার্ড আপনি যদি অর্ডার না করেন তাহলে কিন্তু আসবে না। এমনিতে এই প্যান কার্ড বৈধ থাকবে। আপনি সমস্ত কাজ করতে পারবেন। যদি আপনি আবেদন করেন তাহলে আপনি কিউআর কোড সহ নতুন প্যান কার্ড পাবেন।

প্যান কার্ডের ঠিকানা পরিবর্তন কি করা যাবে?

এই প্রশ্নের উত্তর দিয়েছে আয়কর দপ্তর। তারা জানিয়েছে, ঠিকানা পরিবর্তন করার একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। আয়কর বিভাগের কথায়, যারা প্যান কার্ডের ঠিকানা পরিবর্তন বা তাতে কিছু সংশোধন করতে চান তারা এটা একেবারে বিনামূল্যে করতে পারবেন। এর জন্য কোন রকম পয়সা দিতে হবে না আপনাকে। এর জন্য প্যান কার্ড হোল্ডারকে NSDL বা UTIISL এর ওয়েবসাইটে গিয়ে আধারের সাহায্যে ঠিকানার পরিবর্তন করতে হবে। তিনি যদি অন্য কোন তথ্য সংশোধন করতে চান তাহলে তিনি সেটাও এখান থেকে করতে পারেন। প্যান কার্ডের ঠিকানা পরিবর্তন করার পদ্ধতি খুব সোজা। নিজের প্যান নম্বর আধার নম্বর ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে খুব সহজে আপনারা ঠিকানা পরিবর্তন করতে পারবেন নিজের।

Related Articles

Back to top button