ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

E Shram Card: কথা রাখছে মোদি সরকার, আবারো ৩০০০ টাকা করে ঢুকবে প্রতি মাসে

শ্রম কার্ডের জন্য আপনাকে অবশ্যই আবেদন করতে হবে

Advertisement

দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য একটি কার্ডের ব্যবস্থা চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই নতুন কার্ডের নাম দেওয়া হয়েছে E shram card। এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকরা পেনশন স্বাস্থ্য বীমা এবং বিভিন্ন সরকারি সুবিধা পেয়ে এসেছেন। যদি আপনি দিনমজুর বা অস্থায়ী শ্রমিক হয়ে থাকেন তবে আপনি এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে তিন হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন। চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে, এই বিশেষ কার্ডের সম্পর্কে বিস্তারিত তথ্য।

E Shram Card কী?

এটা হল এক ধরনের শ্রমিক পরিচয় পত্র যা দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করে। ২০২১ সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কার্ডের সূচনা করেছিলেন। বর্তমানে প্রায় ২৯ কোটি শ্রমিক এই কার্ডের সুবিধা ভোগ করছেন। এখানে আপনারা বেশকিছু সুবিধা পেয়ে থাকেন।

E Shram Card-এর সুবিধাগুলি কি কি?

যে সমস্ত শ্রমিকদের E Shram Card রয়েছে তারা বিভিন্ন সুবিধা পান। সেগুলি হল-

পেনশন সুবিধা- ৬০ বছর বয়সের পর প্রত্যেক E Shram কার্ডধারীরা মাসিক ৩,০০০/- টাকা পেনশন পায়।

দুর্ঘটনাজনিত বীমা- কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আঘাত পেলে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয় এই E Shram Card-এর মাধ্যমে। এছাড়া দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা সুবিধা প্রদান করা হয়।

অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা- E Shram Card থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কিষান যোজনা সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যায়।

কারা এসব কার্ডের জন্য আবেদন করতে পারবেন?
E Shram Card-এর জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে কিছু যোগ্যতা পূরণ করতে হয়। সেগুলি হল-

প্রথমত আবেদনকারীকে অসংগঠিত ক্ষেত্রে কাজ করতে হবে। এর মধ্যে দিনমজুর নির্মাণ শ্রমিক গৃহকর্মী কৃষক রয়েছেন। আবেদনকারীর বয়স ১৬ বছর থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে। যারা ইপিএফ বা ই এস আই এর সুবিধা পেয়ে থাকেন তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন না।

কিভাবে E Shram Card-এর জন্য আবেদন করবেন?

E Shram Card-এর জন্য আবেদন করতে হলে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১. সর্বপ্রথম eshram.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. এরপর “Register On e-Shram” অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপর মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৪. রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৫. অনলাইনে আবেদন করতে সমস্যা হলে নিকটবর্তী সাইবার ক্যাফে থেকে আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট

E Shram Card-এ আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেগুলি হল – আধার কার্ড, আধার কার্ড লিঙ্ক রয়েছে এমন একটি মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য।

Related Articles

Back to top button