ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business idea: প্রবীণ নাগরিকদের জন্য ছোট ব্যবসার ধারণা, প্রতিমাসে উপার্জন ৭০,০০০ পর্যন্ত টাকা

আপনি যদি এই সমস্ত ব্যবসা শুরু করেন তাহলে প্রচুর টাকা লাভ করার সুযোগ রয়েছে আপনার

Advertisement

ব্যবসা শুরু করার জন্য আপনার কোন বয়সের সীমা থাকেনা, যেকোনো সময় আপনি নিজের ব্যবসা শুরু করতে পারেন। অনেক মানুষজন নিজের অবসর নেওয়ার পরে ব্যবসা শুরু করে থাকেন। আপনি যদি বেশ ভালো পরিমান টাকা নিয়ে তারপর অবসর গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনি বেশ কিছু প্রকল্পে বিনিয়োগ করে ভালো টাকা উপার্জন করতে পারেন এরপরে। তবে আপনাকে জানতে হবে কোন কোন ব্যবসা আপনি করতে পারবেন। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক এ ব্যাপারে।

জীবন বীমা এজেন্ট

যারা ব্যবসায়িক সুযোগের সন্ধান করছেন, কিন্তু কোন রকম মূলধন বিনিয়োগের প্রয়োজন নেই, তাদের জন্য সবথেকে ভালো জায়গা হলো জীবন বীমা এজেন্ট হিসেবে কাজ করা। আপনি যদি জীবন বীমা এজেন্ট হিসেবে কাজ করেন তবে আপনি স্বাস্থ্য এবং জীবনবিমার সংখ্যার ভিত্তিতে টাকা রোজগার করতে পারবেন। এছাড়াও আপনি নিজের জীবনের অভিজ্ঞতার কথা শুনিয়ে মানুষজনকে জীবন বীমার ভালো দিকটা বোঝাতে পারবেন খুব সহজে। মানুষকে বুঝিয়ে আপনি একটা ভালো পরিমাণ টাকা রোজগার করতে পারবেন জীবন বীমা এজেন্ট হিসেবে কাজ করে।

ডাইটটিশিয়ান

একটা দীর্ঘ বয়সে আপনি অবশ্যই শিখে গিয়েছেন কোন জিনিসটা আপনার জন্য স্বাস্থ্যকর এবং আপনার খাওয়া দরকার। এটাও কিন্তু একটা ভালো ব্যবসায়ী ধারণা হতে পারে। মানুষকে স্বাস্থ্যকর জীবন যাপনে সহায়তা করার জন্য, আপনি ডাইটটিশিয়ান হওয়ার পদক্ষে গ্রহণ করতে পারেন। ভারতের জনসংখ্যার অধিকাংশই কিন্তু ভালো খাবার গ্রহণ করেন না। তাই যদি আপনি ডাইটেশিয়ান হিসেবে কাজ করেন তাহলে আপনি খুব ভালো টাকা রোজগার করতে পারবেন মানুষজনকে ভালো খাবারের পরামর্শ দিয়ে।

যোগব্যায়াম প্রশিক্ষক

আপনার যদি শরীরের ফিটনেস ভালো থাকে, তাহলে আপনি যোগ ব্যায়াম প্রশিক্ষক হিসেবে নিজের ব্যবসা শুরু করতে পারেন। আপনি নিজের একটি ছোট কেন্দ্র খুলতে পারেন, যেখানে আপনি একটি সুস্থ শরীর পেতে ইচ্ছুকদের যোগব্যায়াম শেখাতে পারবেন। যোগব্যায়ামের প্রশিক্ষকদের ক্লায়েন্টের সংখ্যার উপর নির্ভর করে মাসে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করার সুযোগ থাকে।

বই লেখা

যে লেখকরা অবসর গ্রহণ করেছেন, কিন্তু তাদের অর্থ উপার্জনের খুব একটা বেশি ইচ্ছা নেই তারা নিজেদের জ্ঞান সবার সাথে ভাগ করে নিতে একটা বই লিখতে পারেন। আধুনিক বিশ্বে আপনার এই বই আলাদা করে মুদ্রণ করতে হবে না কারণ আপনি সেগুলি প্রকাশ করতে পারেন ই-বুক হিসেবে। তাহলে আপনি টাকার পাশাপাশি নিজের একটা পরিচয় তৈরি করতে পারবেন।

নার্সারি বিজনেস

আপনি যদি প্রকৃতির প্রতি একটা আবেগপ্রবণ হয়ে থাকেন তাহলে নার্সারি শুরু করা আপনার জন্য একটা লাভজনক ব্যাপার হতে পারে। আপনি একটা সাধারন মূলধন নিয়ে গাছপালা লাগিয়ে একটা নার্সারি তৈরি করতে পারবেন। আপনি এই সমস্ত গাছ বিক্রি করে একটা ভালো টাকা আয় করতে পারবেন। তবে মাথায় রাখবেন, আপনার আশেপাশে কোন নার্সারি আছে কিনা। যদি, নার্সারি থাকে তাহলে কিন্তু আপনাকে জায়গা পরিবর্তন করতে হতে পারে। একই জায়গাতে বেশ কিছু নার্সারি থাকলে খুব একটা বেশি লাভ হয় না।

Related Articles

Back to top button