ভারতবর্ষের প্রেক্ষাপটে রেলের গুরুত্ব যে অপরিসীম, তা হয়তো বলে দিতে হবে না। প্রতিদিন প্রায় ১৫ হাজার ট্রেনের মাধ্যমে বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন করে ভারতীয় রেল। জানলে অবাক হবেন, প্রতিদিন ভারতীয় রেল ব্যবহার করে প্রায় ৪ কোটি মানুষ নিজেদের গন্তব্য পৌঁছান। পৃথিবীর চতুর্থ বৃহত্তম এই রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি করণে বিগত কয়েক বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন রেলওয়ে মন্ত্রণালয়। এরমধ্যে নতুন রেলপথের নির্মান, পরিকাঠামোগত উন্নয়ন এবং নতুন রেলের সংযুক্তিকরণ রয়েছে।
রেলের যাত্রাকে আরও আকর্ষণীয় করে তুলতে এবার বড় পদক্ষেপ গ্রহণ করেছে দেশের দক্ষিণ পূর্ব রেলওয়ে। বিগত কয়েক দশক ধরে ভারতীয় রেলের সবচেয়ে বড় যে সমস্যা যাত্রীদের অতিষ্ঠ করে তুলেছে সেটি হল রেল যাত্রার সময় পুরনো বালিশ এবং কম্বলের ব্যবহার। দুর্গন্ধযুক্ত কম্বল এবং বালিশ নিয়ে প্রায় যাত্রীদের অভিযোগ জমা পড়তো ভারতীয় রেলের অভিযোগ বক্সে। এবার সেই বিষয়টির সমস্যা সমাধানে বড় পদক্ষেপ গ্রহণ করেছে, দক্ষিণ-পূর্ব রেলওয়ে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএদিন দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাঁতরাগাছি, টাটানগর, রাঁচি এবং চক্রধরপুরে চারটি অত্যাধুনিক যন্ত্রচালিত ধোলাই ঘর তৈরি করা হয়েছে। যেখান থেকে রেলে ব্যবহারিত কম্বল এবং বালিশ ধোলাই করা হবে। যেখানে আগে কয়েক মাস পরে কম্বল ধোলাই করা হতো, সেখানে এখন প্রতি ১৫ দিন পর পর কম্বল ধোলাই করা হবে। অর্থাৎ, প্রতিবার যাত্রা সুগন্ধযুক্ত কম্বল-বালিশ ব্যবহার করতে পারবেন যাত্রীরা। রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই চারটি ধোলাই কারখানা থেকে প্রতিদিন ১৯ টনের বেশি দ্রব্য পরিষ্কার করে ভারতীয় রেলে সাপ্লাই করা হবে। ফলে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগের সমাপ্তি ঘটবে বলে মনে করছে ভারতীয় রেলের উচ্চপদস্থ কর্মচারীরা।