ক্রিকেটখেলা

ক্যালেন্ডারে বিরাটকে ছাপিয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান রোহিতের

Advertisement

২০১৯ সালটা দারুন কেটেছে ভারতীয় দলের দুই অন্যতম সদস্য বিরাট কোহলি এবং রোহিত শর্মার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ বর্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় ২৮ ম্যাচ খেলে ১৪৯০ রান করে শীর্ষস্থানে রয়েছেন রোহিত শর্মা। ২৬ ম্যাচ খেলে ১৩৭৭ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, ২৮ ম্যাচে তার সংগ্রহ ১৩৪৫ রান।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও টি-টোয়েন্টি, টেস্ট ও একদিনের ক্রিকেট মিলিয়ে মোট আন্তর্জাতিক রানের নিরিখে শীর্ষস্থান দখল করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এই নিয়ে পরপর তিন বছর শীর্ষস্থানে থাকার রেকর্ড করলেন কোহলি। তার মোট রান ২৪৪৩, মাত্র এক রানে পিছনে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা(২৪৪২)। তৃতীয় পাকিস্তানের বাবর আজম(২০৮২), চতুর্থ নিউজিল্যান্ডের রস টেলর (১৮২০), পঞ্চম ইংল্যান্ডের জো রুট (১৭৯০)।

আরও পড়ুন : গ্রাহকদের জন্য ‘২০২০ হ্যাপি নিউ ইয়ার অফার’ নিয়ে এল জিও

ওপেনার হিসেবে এক বছরে ২৪৪২ রান করে শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়সূর্যের ২২ বছর আগের রেকর্ড ভেঙ্গে দিলেন রোহিত শর্মা। এর আগে ওপেনার হিসেবে এক বছরে সর্বোচ্চ ১৯৯৭ রানের রেকর্ড ছিল জয়সূর্যের দখলে। এছাড়াও রোহিত শর্মা টানা ৭ বছর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর করার রেকর্ডটিও করলেন।

Related Articles

Back to top button