ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিরাজ্য

Government Scheme: ১০০০ টাকা বেড়ে ১৮০০ টাকা ভাতা বৃদ্ধি করলো রাজ্য সরকার, জেনে নিন সরকারের নতুন প্রকল্পের ব্যাপারে

আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই প্রকল্প একটা দারুন প্রকল্প হিসেবে প্রমাণিত হতে পারে

Advertisement

রাজ্য সরকারের নতুন প্রকল্প আবারও মুখে হাসি ফোটালো দর্শকদের। নতুন একটি প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী পেতে চলেছেন ১৮০০ টাকার পর্যন্ত সুবিধা। এর আগে এই প্রকল্পে পাওয়া যেত ১০০০ টাকার সুবিধা তবে এবারে রাজ্য সরকার ৮০০ টাকা বাড়ালো অনুদানের পরিমাণ। আপনি যদি এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে চান তাহলে আপনাকে তাড়াতাড়ি আবেদন করতে হবে। রাজ্য সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে নানা সময়ে এই ধরনের আকর্ষণীয় প্রকল্প নিয়ে আসে। সামনেই আবার ২০২৬ বিধানসভা নির্বাচন, এবং সেই কারণে রাজবাসীকে আরো অনেক সুবিধা দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা শহর এবং মফস্বলের সমস্ত নাগরিকরা পেয়ে থাকেন। এদের মধ্যে অন্যতম হলো লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু প্রকল্প এবং বার্ধক্য ভাতা। তবে বর্তমানে রাজ্য সরকার এমন একটি প্রকল্প নিয়ে আসতে চলেছে, যে প্রকল্পের মাধ্যমে আপনারা প্রচুর টাকার সুবিধা পেয়ে যাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক এ ব্যাপারে বিস্তারিত।

আবেদন পদ্ধতি:

যারা এই প্রকল্পে এখনো পর্যন্ত আবেদন করেননি তারা নিম্নলিখিত উপায়ে আবেদন করতে পারেন এই প্রক্রিয়ার জন্য।

আপনি যদি গ্রামীন এলাকার অধিবাসী হয়ে থাকেন, তাহলে আপনি বিডিও অফিস এবং পৌর এলাকার অধিবাসী হয়ে থাকলে এসডিও অফিসের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন ফরমে উল্লেখিত তথ্য পূরণ করে আপনাকে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদনকারী যদি কলকাতা পৌর কর্পোরেশন এলাকার হয়ে থাকেন তাহলে কমিশনারের অফিস মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনকারী সরাসরি অনলাইনেও আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আগ্রহীরা www.jaibangla.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন যোগ্যতা:

এই প্রকল্পে আবেদনের জন্য রাজ্যবাসীর জন্য কিছু যোগ্যতা রাখা হয়েছে।

আবেদনকারী বয়স ৬০ বছর বা তার বেশি হতে হবে, আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই তপশিলি উপজাতি সম্প্রদায় ভুক্ত হতে হবে। আবেদনকারীর অন্য কোন সামাজিক সুরক্ষা পেনশন থাকা যাবে না। পাশাপাশি নিজের নামে একটি বৈধ অ্যাকাউন্ট থাকতে হবে। জাতিগত শংসাপত্র থাকতে হবে।

আপনাদের জানিয়ে রাখি, রাজ্য সরকারের এই প্রকল্পের নাম হলো জয় জোহার প্রকল্প। সামনেই ২০২৬ রাজ্যের বিধানসভা ভোট, এই ভোটকে কেন্দ্র করে সব রাজনৈতিক দল নিজের ভিত মজবুত করতে ব্যস্ত হয়ে পড়েছেন। বর্তমান রাজ্যের শাসক দল লক্ষী ভান্ডারসহ একাধিক প্রকল্পের সাহায্যে জনগণকে অনেকটা প্রভাবিত করেছেন যার ফল বিগত ভোট গুলিতে পেয়েছেন। ‌ এবার সেই আশায় তপশিলি জাতি এবং উপজাতির মানুষদের খুশি করতে এই উদ্যোগ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button