Moto G35 5G: ১০,০০০ টাকার কম দামে 5G ফোন লঞ্চ করলো Moto, থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫০০০ mah ব্যাটারি
Motorola-এর নতুন Moto G35 5G ফোনটি বাজেটের মধ্যে একটি দারুণ 5G ফোন
আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা বলতে গেলে অন্যতম জনপ্রিয় কোম্পানি হিসাবে সামনে আসে Motorola। তাদের বাজেট রেঞ্জের ফোনগুলো সত্যিই মন জয় করে নিচ্ছে গ্রাহকদের। সম্প্রতি এই কোম্পানির একটি বাজেট রেঞ্জের স্মার্টফোন এসেছে যা টেক্কা দেবে অনেকে প্রিমিয়াম ফোনকেও। Motorola-এর নতুন Moto G35 5G ফোনটি বাজেটের মধ্যে একটি দারুণ 5G ফোন। এটি বেশ কিছু আকর্ষণীয় ফিচার অফার করে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
Moto G35 5G ফোনের স্পেসিফিকেশন
এই Moto G35 5G ফোনে ৬.৭২ ইঞ্চির একটি ফুল HD+ ডিসপ্লে আছে। এই ডিসপ্লেটি উচ্চ-মানের ছবি এবং ভিডিও উপভোগ করার জন্য দুর্দান্ত। এটি 120Hz রিফ্রেশ রেট সমর্থন করে, যা মসৃণ এবং তরল গতি প্রদান করে। পারফরম্যান্সের ক্ষেত্রে এই ফোনটি Unisoc T760 অক্টা-কোর প্রসেসরে কাজ করবে। গ্রাফিক্সের জন্য ফোনে Mali G57 MC4 GPU পাওয়া যাবে। আর ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর পাওয়া যাবে। এর সাথে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ফিক্সড ফোকস লেন্স পেয়ার করা থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
ব্যাপক সস্তায় পাওয়া যাচ্ছে Moto G35 5G
এছাড়া এতে ৫০০০ mAh এর একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে যা ২০W দ্রুত চার্জিং সমর্থন সহ উপলব্ধ। এটি Android 14 এর ভিত্তিতে কাজ করে। ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হচ্ছে। ফোনটি Guava Red, Leaf Green এবং Midnight Black কালার অপশনে পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা, Moto G35 5G-এর দাম ব্যাপক কম। এই 5G ফোনটি ই-কমার্স সাইট Flipkart সহ রিটল স্টোর থেকে কেনা যাবে। এই ফোনের দাম মাত্র ৯,৯৯৯ টাকা।