আবার মেট্রো বিভ্রাটের জেরে সমস্যায় পড়তে হলো মেট্রো যাত্রীদেরকে। গিরিশ পার্কে কবি সুভাষগামি একটি মেট্রো আটকে গেলে বন্ধ হয়ে যায় আপ ও ডাউন লাইন এর মেট্রো পরিষেবা। মঙ্গলবার বিকেলে কবি সুভাষগামী মেট্রো টি গিরিশ পার্কে থেমে গেলে যাত্রীদের নামিয়ে মেরামতির কাজ শুরু হয়। আপ লাইনে কিছুক্ষন স্বাভাবিক ছিল মেট্রো পরিষেবা তবে হঠাৎই দমদম গামী একটি মেট্রোকে সেন্ট্রালে থামিয়ে খালি করা হয় মেট্রোটি। আপ ও ডাউন উভয় লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা।
এমনিতেই কাল বড়দিন। তার উপরে শহরে নানা মিটিং-মিছিল, রাস্তাজুড়ে তীব্র যানজট। ভিড় এড়িয়ে বেশিরভাগ মানুষই তাই গন্তব্যস্থলে পৌঁছতে মেট্রোতে ওঠেন। কিন্তু এই সমস্যার কারণে প্রায় দিনই সমস্যার মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। গত বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ যান্ত্রিক ত্রুটির কারণে কবি সুভাষ গামী একটি মেট্রো দমদমে আটকে যায়। যাত্রীদের নামিয়ে দিয়ে বন্ধ রাখা হয় ডাউনলাইন এর পরিষেবা।
আরও পড়ুন : বড়দিনে সেজে উঠছে পার্কস্ট্রিট, সঙ্গে কড়া নিরাপত্তা
আজ আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় মেট্রো বিভ্রাট নিয়ে অনেক প্রশ্ন উঠে আসছে। তাহলে কি সত্যিই যথাযথ দেখভাল করা হয়না কারশেডে মেট্রোর রেকগুলিকে। মেট্রো টিকিটের মূল্য বৃদ্ধি হলেও প্রায় দিনই এই মেট্রো বিভ্রাটের জেরে যাত্রীদের সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না।