ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bajaj Chetak EV: লঞ্চ হল সবথেকে সস্তা Bajaj Chetak EV, কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে Ola কে, দিল কড়া টক্কর

বাজাজ কোম্পানির এই স্কুটার ভারতের সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার হয়ে উঠেছে

Advertisement

এই নতুন বছরে কি আপনি নিজের জন্য একটা নতুন বৈদ্যুতিক স্কুটার কেনার পরিকল্পনা করছেন? তাহলে আজ আপনার জন্য আমরা নিয়ে এসেছি একটা দারুণ ইলেকট্রিক স্কুটার অপশন। এই নতুন ইলেক্ট্রিক স্কুটারের নাম Bajaj Chetak EV। আজ বাজাজ কোম্পানিটি তাদের এই নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ভারতের বাজারে। এখানে আপনারা পেয়ে যাবেন একাধিক সেরা সেরা নজর কারা ফিচার। বাজাজ কোম্পানিটি তাদের আইকনিক চেতক মডেলের সমস্ত বৈশিষ্ট্য ধরে রেখেছে তাদের এই ইলেকট্রিক স্কুটারে। কোম্পানি নতুন করে তার আপডেটেড ইলেকট্রিক স্কুটার রেঞ্জ চালু করেছে। দেশের ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে বর্তমানে বাজাজ চেতক একটা খুবই জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারটি বাজারের সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার।

এখানে আপনারা পেয়ে যাবেন একটি ব্র্যান্ড নিউ চেসিস এবং একটি বড় বুট স্পেস। বাজাজের এই নতুন ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ১,২৭,২৪৩ টাকা। অন্যদিকে, এর পুরোনো মডেলের দাম বর্তমানে রয়েছে ১,২০,০০০ টাকা। নতুন প্রজন্মের এই Chetak EV স্কুটারে আপনারা পেয়ে যাবেন ৩৫ লিটারের বুট স্পেস এবং রয়েছে ৩০টিরও বেশি নতুন ফিচার। এখানে আপনারা এমন অনেক বৈশিষ্ট্য পাবেন যা আগের মডেলে পাওয়া যেতো না। এই নতুন চেতক স্কুটারের সঙ্গে আপনারা সহজে ফোন কানেক্ট করতে পারবেন। এছাড়াও, এই স্কুটারে রয়েছে মিউজিক কন্ট্রোল সিস্টেম।

নতুন বাজাজ চেতকে দেওয়া হয়েছে আরও পাওয়ারফুল ব্যাটারি প্যাক। কোম্পানির দাবি অনুযায়ী, এই স্কুটারটি ৩ ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ হবে। Bajaj Chetak একবার সম্পূর্ণ চার্জে ১৫৩ কিলোমিটার রেঞ্জ অফার করে। Bajaj Chetak-এর নতুন EV ৩৫০১-এর এক্স-শোরুম মূল্য ১,২৭,২৪৩ টাকা এবং Bajaj Chetak-এর ৩৫০২ ভেরিয়েন্টের দাম ১,২০,০০০ টাকা৷

Related Articles

Back to top button