টেক বার্তা

ব্যাপক সস্তায় রিচার্জ প্যাক আনলো BSNL, ২০০ টাকার কম খরচে পাবেন ৭০ দিনের ভ্যালিডিটি, জানুন বিস্তারিত

টেলিকম সেক্টরে জিও, এয়ারটেলের মতো সংস্থাগুলি দাম বাড়ানোর ফলে, গ্রাহকরা এখন সস্তা প্ল্যানের সন্ধানে BSNL-এর দিকে ঝুঁকছেন

Advertisement

বর্তমানে ভারতের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দামি প্রিপেইড এবং পোস্টপেইড মোবাইল প্ল্যান। পেট্রোল ডিজেলের মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তো বাড়ছেই, তার মধ্যেই আবার নতুন করে জনগণের সমস্যা বৃদ্ধি করেছে এই বর্ধিত মোবাইল প্ল্যানের দাম। দেশের টেলিকম সেক্টরে জিও এবং এয়ারটেলের মতো বেসরকারি সংস্থাগুলির দাম বাড়ানোর ফলে, গ্রাহকরা এখন সস্তা প্ল্যানের সন্ধানে BSNL-এর দিকে ঝুঁকছেন। এই পরিস্থিতিতে BSNL ২০০ টাকারও কম দামে ৩ টি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এই ৩ টি রিচার্জ প্যাক সমন্ধে জানতে চাইলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

১৫৩ টাকার প্ল্যান

প্রথম প্ল্যানটি ১৫৩ টাকার। এই প্ল্যানে ২৬ দিনের ভ্যালিডিটি সহ গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং ২৬ জিবি ইন্টারনেট ডেটা। ডেটা লিমিট শেষ হলে ইন্টারনেট স্পিড ৪০kbps এ কমে যাবে। পাশাপাশি, প্রতিদিন ১০০ টি SMS সুবিধা রয়েছে।

১৯৭ টাকার প্ল্যান

দ্বিতীয় প্ল্যান ১৯৭ টাকার, যা ৭০ দিনের ভ্যালিডিটি অফার করে। তবে এই প্ল্যানে গ্রাহকরা প্রথম ১৫ দিন পাবে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ২ জিবি ইন্টারনেট ডেটা এবং ১০০ টি SMS। কিন্তু ১৫ দিনের পর কলিং ও ডেটার জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে, যদিও সিম ৭০ দিন পর্যন্ত এক্টিভ থাকবে। এই প্ল্যানটি দীর্ঘ মেয়াদে সিম এক্টিভ রাখার জন্য উপযোগী।

১৯৯ টাকার প্ল্যান

তৃতীয় প্ল্যানটি ১৯৯ টাকার। এতে ৩০ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়, যেখানে গ্রাহকরা পাচ্ছেন আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ২ জিবি ডেটা। ডেটা শেষ হলে স্পিড কমে ৪০ kbps হয়ে যাবে, তবে এটি ৩০ দিন পর্যন্ত বৈধ থাকবে। এই তিনটি প্ল্যানই গ্রাহকদের জন্য অত্যন্ত লাভজনক, বিশেষ করে যারা স্বল্পমূল্যে ভাল পরিষেবা চান। বিএসএনএল মার্কেট রেটের তুলনায় অনেক কম দামে তুলনায় ভালো ডেটা ও কলিং সুবিধা প্রদান করছে।

Related Articles

Back to top button