Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railways: কতদিন আগে টিকিট বাতিল করলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন? জেনে নিন ভারতীয় রেলের নিয়ম

অফিস থেকে ছুটি পেলেই ঘোরার পরিকল্পনা তৈরি হয়ে যায়। ট্রেনের টিকিটও কেটে ফেলেছেন, কিন্তু শেষ মুহূর্তে কোনো কারণে যাত্রা বাতিল করতে হলে টিকিট বাতিলের বিষয়ে চিন্তা শুরু হয়। অনেকেই জানেন…

Avatar

অফিস থেকে ছুটি পেলেই ঘোরার পরিকল্পনা তৈরি হয়ে যায়। ট্রেনের টিকিটও কেটে ফেলেছেন, কিন্তু শেষ মুহূর্তে কোনো কারণে যাত্রা বাতিল করতে হলে টিকিট বাতিলের বিষয়ে চিন্তা শুরু হয়। অনেকেই জানেন না টিকিট বাতিল করলে কত টাকা ফেরত পাবেন বা কখন বাতিল করলে পুরো মূল্য ফেরত পাওয়া যায়। চলুন, রেলের নিয়মগুলো জেনে নিই।

শীতের মরশুমে সিকিম, হিমাচল, উত্তরবঙ্গ কিংবা দক্ষিণ ভারতের রাজ্যে ভ্রমণ পরিকল্পনা আগেই করা হয়। রেলের পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী, যাত্রার চার মাস আগে পর্যন্ত টিকিট কাটা যায়। তবে শেষ মুহূর্তে যাত্রা বাতিল করলে রেল কর্তৃপক্ষ টিকিট বাতিল মূল্য (Cancellation Charge)-সহ কিছু অর্থ কেটে নেয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যেই যদি টিকিট বাতিল করা হয়, পুরো মূল্য ফেরত পাওয়া যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

টিকিট বাতিলের সময়সীমা অনুযায়ী রিফান্ড

যাত্রার ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে— টিকিট বাতিল মূল্য বাদে পুরো অর্থ ফেরত পাবেন।
১২ থেকে ৪৮ ঘণ্টা আগে বাতিল করলে— ২৫ শতাংশ অর্থ কেটে নেওয়া হবে।
৪ থেকে ১২ ঘণ্টা আগে বাতিল করলে— রেল কর্তৃপক্ষ ৫০ শতাংশ অর্থ কেটে রাখবে।

টিকিট বাতিল মূল্য (Cancellation Charge)

রেলওয়ে প্রতিটি শ্রেণির জন্য আলাদা বাতিল মূল্য নির্ধারণ করেছে।
এগজিকিউটিভ ক্লাস (এসি): ২৪০ টাকা
ফার্স্ট ক্লাস (এসি): ২০০ টাকা
এসি চেয়ার কার: ১৮০ টাকা
স্লিপার ক্লাস: ১২০ টাকা
সেকেন্ড ক্লাস: ৬০ টাকা

এই নিয়মগুলো মেনে টিকিট বাতিল করলে রিফান্ড পেতে সমস্যা হবে না। তাই শেষ মুহূর্তে যাত্রা বাতিল করতে হলে সময় অনুযায়ী ব্যবস্থা নিলে আর্থিক ক্ষতির আশঙ্কা কম থাকবে।

About Author