নিউজরাজ্য

Indian Railways: আগামিকাল থেকে ৪ দিন হাওড়া-ব্যান্ডেল শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, যাত্রীদের দুর্ভোগের শঙ্কা

হাওড়া-ব্যান্ডেল শাখায় ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বাতিল একাধিক লোকাল ট্রেন, যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা

Advertisement

হাওড়া-ব্যান্ডেল শাখায় আগামীকাল, ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এতে যাত্রীদের বিশেষ করে নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে হাওড়া থেকে ব্যান্ডেল শাখার ১৫ জোড়া, শেওড়াফুলি থেকে হাওড়া শাখার ১১ জোড়া, বেলুড় থেকে হাওড়া শাখার ২ জোড়া এবং হাওড়া থেকে শ্রীরামপুর শাখার ২ জোড়া লোকাল ট্রেন।

এছাড়া বাতিল করা হয়েছে ব্যান্ডেল-হাওড়া লেডিজ স্পেশাল এবং মাতৃভূমি লোকাল। যাত্রীদের সুবিধার জন্য কিছু বিশেষ লোকাল ট্রেন চালানোর ইঙ্গিত দিয়েছে পূর্ব রেল।

পুরনো ব্রিজ ভেঙে নতুন অবকাঠামো নির্মাণ

এই ট্রেন বাতিলের মূল কারণ হল হাওড়া ও তার আশেপাশে পুরনো ব্রিজ ভেঙে নতুন অবকাঠামো নির্মাণের কাজ। সালকিয়ায় ১২০ বছরের পুরনো বেনারস ব্রিজ এবং হাওড়া ময়দানের কাছে ৯১ বছরের পুরনো চাঁদমারি ব্রিজ ভেঙে ফেলা হবে। এই ব্রিজগুলির বদলে চওড়া কেবল ব্রিজ তৈরি করা হচ্ছে, যা লাইনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ট্রেন চলাচল আরও মসৃণ করবে।

– বেনারস ব্রিজের নিচে বর্তমানে যেখানে ৩৬ মিটার জায়গা রয়েছে, তা বাড়িয়ে ৬৬ মিটার করা হবে।
– চাঁদমারি ব্রিজের নিচে লাইনের জায়গা ৬০ মিটার থেকে বাড়িয়ে ১৩৪ মিটার করা হচ্ছে।

হাওড়া স্টেশনে আধুনিকীকরণ

পূর্ব রেল জানিয়েছে, হাওড়া রেল ইয়ার্ডে একটি চারতলা ভবন নির্মাণ করা হবে। সেখান থেকে ইন্টারলকিং সিগন্যাল সিস্টেম নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি, আধুনিক কবজ সিস্টেম চালু করা হবে।

ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, হাওড়া স্টেশনে ঢোকা এবং বেরোনোর লাইনের সংখ্যা ও সিগনাল পয়েন্ট বাড়ানোর কাজ পুরোদমে চলছে। একইসঙ্গে হাওড়া স্টেশনে পূর্ণ দৈর্ঘ্যের একাধিক প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যা যাত্রীদের প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠা-নামার ক্ষেত্রে আরও সুবিধাজনক হবে।

ঐতিহ্য বজায় রেখে আধুনিকীকরণ

হাওড়া স্টেশনের ঐতিহ্যবাহী বাইরের অংশ অক্ষত রেখে ভিতরের কিছু পরিবর্তন করা হবে। যাত্রীদের সুবিধার জন্য নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি ডিআরএম বিল্ডিং সরিয়ে রেল মিউজিয়ামের পাশে নিয়ে যাওয়ার কাজ চলছে।

যাত্রীদের কাছে আবেদন, এই সময় বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন এবং পূর্ব রেলের নির্দেশিকা মেনে চলুন। কাজ সম্পূর্ণ হলে এই আধুনিকীকরণ যাত্রী সেবা ও ট্রেন চলাচলে বড় সুবিধা আনবে।

Related Articles

Back to top button