ক্রিকেটখেলা

‘কোনো লক্ষ্যই বড় নয়, মনে হয় ১৫-২০ রান কম করে ফেললাম’, এমনটাই মনে করেন কোহলি

Advertisement

যুগ পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তির যেমন উন্নতিসাধন হয়েছে তেমনি উন্নতি হয়েছে মানসিকতা ও খেলার প্রকৃতিরও। তার পাশাপাশি বেড়ে গিয়েছে গড় স্কোরের মান। অর্থাৎ আগে কোনো একটি দল একদিনের ম্যাচে ২৫০ রান করলে ধরে নেওয়া হতো সেই দলটি অবশ্যই জিতবে। বর্তমানে সেই গড় স্কোর বেড়ে হয়েছে ৩০০ এর উপরে। এখন কোন দল ওডিআই তে ৩০০ এর বেশি লক্ষ্য দিয়েও নিশ্চিত হতে পারে না জিতবে বলে।

সম্প্রতি ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সেই চিত্রই ফুটে উঠেছে। শেষ একদিনের ম্যাচে ৩১৬ রানের লক্ষ্য দিয়েও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সিরিজ শেষের পর সম্প্রচারকারি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান “এখন কোন লক্ষ্যই বড় নয়, সব সময় মনে হয় যেন ১৫ বা ২০ রান কম করে ফেললাম। সেই খামতিটা ভালো ফিল্ডিং করার মাধ্যমে পূরণ করতে হয়”।

আরও পড়ুন : ‘ফ্লপ আইডিয়া’ সৌরভকে তোপ দাগলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার

ভারত সফরে এসে কাইরন পোলার্ডের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দল অনেক উন্নতি করেছে। অধিনায়ক তার তরুণ খেলোয়াড়দের সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে সিরিজ জুড়ে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার প্রতিশ্রুতি করেছিলো। সেইমতো তারা টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ উভয়েই ভারতকে কড়া প্রতিদ্বন্দ্বিতা দিয়েছে। তবে ভারত সামান্য ভালো প্রদর্শন করে তাদের অতিক্রম করে দুটি সিরিজ জিতে নিয়েছে।

Related Articles

Back to top button