Today Trending Newsদেশনিউজ

‘প্রিয়াঙ্কা ও রাহুল জীবন্ত পেট্রোল বোমা, ওরা যেখানেই যান আগুন জ্বালান’ আক্রমণ হরিয়ানার মন্ত্রী ভিজের

Advertisement

মঙ্গলবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে ‘জীবন্ত বোমা’ বলে আক্রমণ করলেন হরিয়ানার মন্ত্রী ও বিজেপি নেতা অনিল ভিজ। ‘ওরা যেখানেই যান আগুন জ্বালান এবং জনগণের সম্পত্তি ধ্বংস করেন’ মঙ্গলবার ট্যুইটে এভাবেই তিনি গান্ধী পরিবারের দুই সদস্যকে।

রাহুল ও প্রিয়াঙ্কা মিরাট যাওয়ার পথে উত্তরপ্রদেশ পুলিশের হাতে আটক ও বাধাপ্রাপ্ত হওয়ার প্রসঙ্গে এ কথা বলেন তিনি। কংগ্রেসের এই দুই নেতা নেত্রী মিরাটের সেই সকল পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে আটক হন, যারা সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন।

আরও পড়ুন : ‘মুসলিমদের জন্য ১৫০টি দেশ আর হিন্দুদের মাত্র ১ টি’, CAA সমর্থনে বললেন গুজরাতের মুখ্যমন্ত্রী

উত্তরপ্রদেশ পুলিশের বক্তব্য অনুযায়ী, মিরাট বিধানসভা এলাকায় যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ‘তারা বলেন, তাদের যাওয়ার ফলে যদি আইন শৃঙ্খলার কোন অবণতি দেখা দেয় তাহলে সেই সম্পূর্ণ তাদের।’ এমনই বক্তব্য পুলিশের।

হরিয়ানার এই বিজেপি মন্ত্রী অবশ্য বিতর্কিত বক্তব্যের জন্যই পরিচিত। কিছুদিন আগে এই অনিল বিজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে আক্রমণ করেছিলেন।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তরপ্রদেশের মিরাট। পুলিশের গুলিতে প্রাণ একাধিক মানুষের। দেশের বিভিন্ন প্রান্তেও আগুন জ্বলেছে এই আইন নিয়ে। যা নিয়ে কেন্দ্রের ভূমিকার তীব্র বিরোধিতা করেন রাহুল ও প্রিয়াঙ্কা। তাই এমন আক্রমণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button