নিউজরাজ্য

কালনা শহরে শুরু হল ‘খাদ্য ও পিঠে পুলি উৎসব’, চলবে ৩০শে ডিসেম্বর

Advertisement

উৎসব আমাদের সকলেরই ভালোলাগার একটি জায়গা। যে কোন মানুষেরই চিত্ত আনন্দে ভরে ওঠে উৎসবে যোগদান করলে। আর তা যদি হয় পিঠেপুলি কেন্দ্রিক তাহলে তো কোনো কথাই নেই। ২৫ শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের সন্ধ্যায় এমনই এক উৎসব ‘খাদ্য ও পিঠে পুলি’ উৎসব শুরু হয় কালনা শহরে। ৩০শে ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসবটি। এই উৎসব এবার অষ্টম বর্ষে পদার্পণ করল। কালনা অম্বিকা মহিষমর্দিনী উচ্চবিদ্যালয়ের মাঠ জুড়ে হচ্ছে এই উৎসব।

বিভিন্ন স্টলে যেসব খাবার পাওয়া যাচ্ছে সেগুলি হলো – পাটিসাপটা, দুধপুলি,ভাজা পিঠে প্রভৃতি। আয়োজকদের স্টলে থাকছে চিকেন পকোড়া, নুডলস,পাস্তা,পমফ্রেট ফ্রাই ইত্যাদি বিভিন্ন রকম সুস্বাদ খাবার। যার দাম সাধারণ মানুষের আয়ত্বের মধ্যেই রাখা হয়েছে বলে দাবি আয়োজকদের। উৎসব চত্বরে বড় মেলাও বসেছে।

আরও পড়ুন : ২০২০ সালে নতুন করে টাকা রোজগারের সুযোগ দিচ্ছে Google Pay

উৎসবের উদ্বোধন করেছেন মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন কালনা মহকুমা শাসক সুমন সৌরভ মোহান্তি এবং পুরসভার কয়েকজন কাউন্সিলর। অনুষ্ঠানে কয়েকজন তারকাও দেখা মেলে, অভিনেতা আবির চট্টোপাধ্যায়, গায়ক রূপঙ্কর বাগচী প্রমূখ উপস্থিত ছিলেন। এই উৎসবের বিভিন্ন দিনে থাকতে পারেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনুপম রায়, কুণাল গাঞ্জাওয়ালা, পায়েল সরকার সহ একাধিক তারকারা।

ভিড়ের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। মানুষের মনোরঞ্জনের জন্যই যে এই আয়োজন জানিয়েছেন পুরপ্রধান দেবপ্রসাদ বাগ।

Related Articles

Back to top button