Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতে তৈরি হল মোদী মন্দির, গড়লেন তামিলনাড়ুর এক কৃষক

বিরোধীরা যতই মনে করুক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দেশের পক্ষে হিতকর নন। তামিলনাড়ুর এক কৃষক মোদীর মধ্যেই খুঁজে পেলেন ঈশ্বরকে। মোদীর নামে গড়ে তুললেন মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে এতটাই…

Avatar

বিরোধীরা যতই মনে করুক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দেশের পক্ষে হিতকর নন। তামিলনাড়ুর এক কৃষক মোদীর মধ্যেই খুঁজে পেলেন ঈশ্বরকে। মোদীর নামে গড়ে তুললেন মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে এতটাই খুশি যে তাঁকে ভগবানের সাথে তুলনা করলেন তিনি। মন্দির গড়ে তার ভেতর স্থাপন করলেন মোদীর মূর্তি।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশ জুড়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই সময় স্রোতের উল্টো পথে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ তামিলনাড়ুর তিরুচিলাপল্লী জেলার য়ারকুড়ি গ্রামের পি শঙ্কর। পেশায় কৃষক তামিলনাড়ুর এই যুবক মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষ নন, সাক্ষাৎ ভগবান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘নিজেকে ফকির বললেও দু’লাখ টাকার চশমা পড়েন প্রধানমন্ত্রী’, মন্তব্য সিপিএম নেতা মহম্মদ সেলিম

নরেন্দ্র মোদীর নামে মন্দির গড়ে তাতে মোদীজীর মূর্তি স্থাপন করার পর তিনি জানান, ‘আমি মোদী ‘আয়া’কে ভীষণ পছন্দ করি। কারণ তিনি গ্রামীণ এলাকার উন্নতির জন্য প্রচুর কল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছেন।’ মোদী মন্দির গড়ে তোলার এই কর্মযজ্ঞে তাঁর লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। তবু পিছু হটতে নারাজ তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, ‘এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ২৫ হাজার খরচ হয়েছে, ভবিষ্যতে আরও খরচ করবো।’ প্রধানমন্ত্রীর প্রতি এতটাই শ্রদ্ধা তাঁর যে প্রতিদিন মোদী মূর্তিকে পূজা করেন তিনি।

About Author