Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘আমি মরে গেলেও বিজেপিকে বাংলায় ডিটেনশন ক্যাম্প বানাতে দেব না’, : মমতা

সংশোধিত নাগরিকত্ব আইন বাংলায় প্রয়োগ করতে দেবেন না বলে শুক্রবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি এও জানান যে, ভারতীয় জনতা পার্টিকে বাংলায় ডিটেনশন ক্যাম্প গড়ে তুলতে দেবেন না তিনি,…

Avatar

সংশোধিত নাগরিকত্ব আইন বাংলায় প্রয়োগ করতে দেবেন না বলে শুক্রবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি এও জানান যে, ভারতীয় জনতা পার্টিকে বাংলায় ডিটেনশন ক্যাম্প গড়ে তুলতে দেবেন না তিনি, এবং এর জন্য প্রাণ দিতেও তিনি রাজি রয়েছেন।

‘যতদিন আমি বেঁচে রয়েছি, বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইনের প্রয়োগ হতে দেব না। কাউকেই দেশ বা রাজ্য ছেড়ে যেতে হবে না।’ সীমান্তবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনার নৈহাটিতে একটি মেলার উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আবার ক্ষমতায় এলে, দিল্লিকে সবচেয়ে পরিষ্কার শহর তৈরি করব : মুখ্যমন্ত্রী

‘ওরা বলছে ওরা নাকি ডিটেনশন ক্যাম্প বানাবে। কে ক্ষমতায় রয়েছে? আমরা। আমি আমার জীবন দিয়ে দেব তবু বাংলায় ওদের ডিটেনশন ক্যাম্প বানাতে দেব না। এটা মাথায় রেখো।’ জানালেন তিনি। একইসঙ্গে তিনি যোগ করেন, ‘আসামে বিজেপি ক্ষমতায় রয়েছে বলেই ওখানে ডিটেনশন ক্যাম্প বানাতে পেরেছে।’

‘এটা (ডিটেনশন ক্যাম্প তৈরী) রাজ্য সরকারের কাজ। আসামে বিজেপির সরকার থাকায় ওরা এটা করতে পেরেছে। তারা নির্বাচিত সরকার, আমরাও নির্বাচিত সরকার। তোমাদের ক্ষমতা দিল্লিতে, আমাদের ক্ষমতা এখানে।’ মন্তব্য মমতার। সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, ‘এই আইন ভারতীয়দের বিদেশিতে পরিণত করেছে। আমাদের অধিকার রক্ষায় সবাইকে আবেদন করতে হবে।’

এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সংশোধিত নাগরিকত্ব আইন সবচেয়ে বেশি আলোচনার বিষয়। এই আইন বাংলায় বলবৎ হতে দেবেন না বলে বিজেপির উপর চাপ সৃষ্টি করতে চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, এমনটাই মত রাজনৈতিক মহলের।

About Author