শ্রেয়া চ্যাটার্জি : বেড়াতে যেতে কে না ভালোবাসে আপনিও হয়তো ভ্রমণপিপাসু কিন্তু সবসময় দলবল বেঁধে বা পরিবারের সবাইকে নিয়ে যাওয়াটা হয়তো সম্ভব হয় না,বা ইচ্ছা করে না। কিন্তু একা যাওয়ার সময় মানুষকে অনেক কিছু ভাবতে হয়, সে কতটা সুরক্ষিত একা কোথাও বেড়াতে গিয়ে, সেটা আগে প্রথমেই বেড়াতে যাওয়ায় বাধ সাধে। শীতকালে একা একা বেড়াতে যাওয়ার জায়গা ভারতবর্ষেই রয়েছে। এজন্য আপনাকে বিদেশে যাওয়ার প্ল্যান করতে হবে না, দেখে নিন সেই কয়টি জায়গায় একটু বিস্তারিতভাবে।
১) দার্জিলিং: ভারতের উত্তরের একটি বেড়াতে যাওয়ার অতি আকর্ষণীয় জায়গা হল দার্জিলিং। সাদা বরফের মোড়কে ঢাকা দার্জিলিং শীতকালের একেবারে উপযুক্ত জায়গা। এই এত সুন্দর জায়গাটা আপনার বেড়াতে যাওয়ার লিস্টের একদম প্রথমে থাকা উচিত। পর্বত এর পর পর্বতের সারি। তার মাঝে সূর্যোদয় ও সূর্যাস্ত একেবারে অনবদ্য। একা যান বা নিজের সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে যান দার্জিলিং হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে প্রিয় জায়গা। রাস্তার দু’ধারে দোকানিরা তাদের পসরা সাজিয়ে রয়েছে। তবে এখানে গেলে আপনার যেটি দেখে মন জুড়িয়ে যাবে তা হলো চা বাগান। এমন একটি হোটেল বাছবেন যে হোটেলের জানালা থেকে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। এমন মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আপনার কখনোই একাকীত্ব লাগবে না।
২) স্পিতি ভ্যালি: আপনার লিস্টের দ্বিতীয় জায়গাটি হতেই পারে স্পিতি ভ্যালি। উত্তর ভারতের আরেকটি বেড়াতে যাওয়ার জায়গা হলো এই জায়গাটি। এই হিল স্টেশনটিতে ছড়িয়ে রয়েছে অনেক ছোট্ট ছোট্ট গ্রাম, মনেস্ট্রি আর ছোট ছোট পাহাড়ের চূড়ায় দেখা যাবে সাদা বরফের মুকুট। শীতকালে এখানে বেড়াতে গেলে আপনার বাড়তি পাওনা হবে তুষারপাত। সাদা সাদা বরফের টুকরো আকাশ থেকে পেঁজা তুলোর মতো ঝরে পড়বে আপনার গায়ের উপর। আপনি যদি বরফ ভালোবাসেন আর এমন কুয়াশাচ্ছন্ন পরিবেশে খানিকক্ষণ সময় কাটাতে চান, আপনার জন্য আদর্শ বেড়াতে যাওয়ার জায়গা এই হিল স্টেশনটি।
৩) জিরো: জিরো তে বেড়াতে যাওয়ার জন্য আপনার যেকোনো শুন্য কারণ থাকবে তা কিন্তু নয়। আর আপনি এখানে বেড়াতে গিয়ে যে একেবারে কিছু না পেয়ে ফিরে আসবেন এমনটাও নয়। অরুণাচল প্রদেশের একটি অসাধারণ জায়গা। এখানে ছড়িয়ে রয়েছে নানা ধরনের গাছপালা ও প্রাণী জগৎ। বাগানের মধ্যে রয়েছে আঙুর গাছ এবং নানান রকমের অর্কিডের সমারোহ। এমন অসাধারণ প্রাকৃতিক দৃশ্য ছাড়াও এখানে গেলে আপনার উপরি পাওনা হবে মিউজিক ফেস্টিভাল। ১৫০০ মিটার উঁচুতে এই হিল স্টেশনটি ঘিরে রয়েছে বাঁশ এবং পাইন গাছে। এই বাগানের মধ্যে বাস করে কিছু উপজাতিরা, তার মধ্যে বেশ পরিচিত নাম আপ্তানি উপজাতি।
৩) হাওয়াই: বেড়াতে যাবার লিস্টে এটি কে আপনি রাখতে পারেন। যারা শীতকাল ভালবাসে এবং বেশ ঠান্ডা তে বেড়াতে গিয়ে মনোরম দৃশ্য উপভোগ করতে ভালবাসে তাদের জন্য উপযুক্ত গন্তব্য স্থল হাওয়াই। এখানে বেড়াতে যাওয়ার আপনার উপযুক্ত সময় হতে পারে ফেব্রুয়ারি এবং মার্চ। আর এখানে গেলে আপনার উপরি পাওয়া হবে তিমি মাছ দেখা। যা বোধ হয় সকলেরই একটা স্বপ্নের অতীত।
৪) পন্ডিচেরি: পন্ডিচেরি, দক্ষিণ ভারতের একটি বিখ্যাত বেড়াতে যাওয়ার জায়গা হল এটি।পন্ডিচেরি হলো একটা ইউনিয়ন টেরিটোরি। এখানে গেলে আপনি ফরাসি ক্যাফে এবং খুব সস্তায় মদ্যপানের সুযোগ পেতে পারেন। একা যান বা পরিবারের সঙ্গে দুভাবেই আপনি আনন্দ পেতে পারেন পন্ডিচেরিতে গিয়ে।
তাই সাতপাঁচ না ভেবে বেরিয়ে পড়ুন। ডিসেম্বর মাস তো প্রায় শেষ হতে চলল। সামনেই পড়ছে নতুন বছর। তাই নতুন বছরটা শুরু হোক বেড়াতে গিয়ে। উপরিউক্ত বেড়াতে যাওয়ার মধ্যে থেকে যে কোন একটা জায়গা বেছে নিয়ে বেড়িয়ে পড়ুন সদলবলে অথবা একা।