Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘পাকিস্তানে চলে যাও’ বিক্ষোভকারীদের বললেন যোগীর পুলিশ

সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে বিক্ষোভে সামিল বিক্ষোভকারীদের পাকিস্তানে চলে যেতে বলে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশ পুলিশের এক সুপারিনটেনডেন্ট। একটি ভিডিও ভাইরাল হয়েছে এই বিষয়ে। সেখানে দেখা গেছে যে এক…

Avatar

সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে বিক্ষোভে সামিল বিক্ষোভকারীদের পাকিস্তানে চলে যেতে বলে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশ পুলিশের এক সুপারিনটেনডেন্ট। একটি ভিডিও ভাইরাল হয়েছে এই বিষয়ে। সেখানে দেখা গেছে যে এক পুলিশ আধিকারিক একদল মুসলিমদের পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিচ্ছেন।

ভিডিওতে পুলিশ সুপারিনটেনডেন্ট অখিলেশ নারায়ণ সিংকে গত ২০ ডিসেম্বর মেরটে নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারী মুসলিমদের পাকিস্তানে চলে যাওয়ার নির্দেশ দিতে দেখা গেছে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি বিবৃতিতে পুলিশ সুপারিনটেনডেন্ট অখিলেশ নারায়ণ সিং বলেছেন, ভিডিওটিতে যা কিছু শোনা গেছে সব সত্যি। বিক্ষোভকারীরা ওই সময় ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল এবং পাকিস্তানপন্থী স্লোগান দিয়ে বলছিল, ‘পাকিস্তান জিন্দাবাদ’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : রেকর্ড শীত দিল্লীতে, ২.৪ ডিগ্রি সেলসিয়াসে নামল তাপমাত্রা

‘জবাবে আমি তাদেরকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম, যার সমর্থনে তারা স্লোগান দিচ্ছিল,’ বলেছেন পুলিশ সুপারিনটেনডেন্ট। তারা এই দেশে বাস করে কেনো পাকিস্তানের সমর্থনে স্লোগান দেবে, প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি যে, কেউ যদি তার দেশকে ভালবাসে তারা এই ধরনের স্লোগান সহ্য করতে পারবে না। মেরঠ সিটির সমাজবাদী পার্টির বিধায়ক রফিক আন্সারি উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার এই কাজের নিন্দা জানিয়ে বলেছেন, ‘তার পদমর্যাদার একজনের রাগের মাথায়ও এই জাতীয় বিবৃতি দেওয়া থেকে বিরত থাকা উচিত।’

About Author