শ্রেয়া চ্যাটার্জি : আমাদের অনেক পার্থিব ইচ্ছা পূরণ না হলে আমরা ঈশ্বরের উপর দোষারোপ করি এবং তা নিয়ে মন খারাপ করি। তবে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা হাত, পা এবং শরীরের অনেক অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাক নিয়ে জন্মাতে পারে না। তারা যখন তাদের শারীরিক প্রতিবন্ধকতা কে জয় করে শুধুমাত্র মনের জোরে সামনের দিকে এগিয়ে যায়, তখন তাদেরকে কুর্নিশ জানাতে হয়।
ঈশ্বর একটা দিক বন্ধ করলে বাকি দিক দিয়ে অনেক কিছু দেন। একথা সত্যি মানতে হয় এই ভিডিওটিতে বাচ্চাটিকে দেখে। বাচ্চাটির পা নেই, কিন্তু আর পাঁচটা ছেলের মত তারও ইচ্ছা করে খেলাধুলা করতে। তাই অসম্ভব মানসিক জোর কে অবলম্বন করে মাঠে নেমেছে ক্রিকেট খেলতে।
আরও পড়ুন : আকর্ষনীয় অফারের সাথে রিলায়েন্স জিওর সেরা পাঁচটি প্ল্যান ঘোষণা, দেখে নিন
এই ভিডিওটি অনেককেই উৎসাহিত করবে, নতুন করে বাঁচতে শেখাবে। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ না থাকলে ঘরের কোনে মুখ লুকিয়ে বসে থাকতে নেই। সমস্যার সম্মুখীন হতে হয় এবং লড়াই করে বাঁচতে হয়। এই শিক্ষাই ভিডিওটি থেকে আমরা পেতে পারি।
এই ভিডিওটি একজন শুধা রামন একজন টুইটার ব্যবহারকারী শেয়ার করেছিলেন এবং তিনি ভিডিওটির নিচে লিখে দিয়েছিলেন ‘left me speechless’ তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন, তাঁর বলার কোনো ভাষা নেই। আপনিও যদি ভিডিওটি দেখেন আপনিও তাই হবেন।
Left me speechless! #DeterminedMind A must watch to all those who love cricket and even those who don’t like it. Got to see this in FB, would love to know the details of this boy. @CSKFansOfficial @Whistlepodu4Csk pic.twitter.com/kM0SWACrKl
— Sudha Ramen IFS ?? (@SudhaRamenIFS) December 26, 2019