শীত কিছুটা কমলেও তাপমাত্রা খুব একটা বেশি হবে না আজও। রবিবার শহরের তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি। যা সোমবার থাকবে ১১.৪ ডিগ্রি।
তবে বছরের শুরুতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার আকাশ থাকবে মেঘলা। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হতে পারে বৃষ্টি। শিলাবৃষ্টির দেখা মিলতে পারে পার্বত্য অঞ্চলে।
আরও পড়ুন : ভারতে তৈরি হচ্ছে বৃহত্তম ডিটেনশন ক্যাম্প
কলকাতা ও রাজ্যের সব জেলাতেই বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবারও বৃষ্টি হতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সম্ভাবনা রাজ্যের চাষিদের চিন্তায় ফেলে দিয়েছে। নতুন বছরের শুরুতেই কি তাদের ক্ষতির মুখ দেখতে হবে এই আশঙ্কায় চাষিরা।