টাটা স্কাই এর তরফ থেকে সেট টপ বক্সের দাম বাড়িয়ে পূর্ববর্তী দামে ফিরিয়ে আনার ঘোষণা করা হলো।বর্তমানে SD সেট টপ বক্সের দাম ১৩৯৯ টাকা এবং HD এর দাম ১৪৯৯ টাকা। দিওয়ালি অফার হিসেবে কয়েক মাস আগে টাটা স্কাই কর্তৃপক্ষ সেট টপ বক্সগুলির দাম ৩০০ টাকা কমিয়ে যথাক্রমে ১০৯৯ এবং ১১৯৯ করেছিলো।তবে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ায় এখন এই দাম গুলি পূর্ববর্তী দামে ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গেছে।
তবে টাটা স্কাইয়ের অন্যান্য সেট-টপ বক্সগুলি এই মুহুর্তে সাধারণ দামেই পাওয়া যাচ্ছে।টাটা স্কাই + HD সেট টপ বক্সের দাম ৯৩০০ এবং টাটা স্কাই 4k সেট টপ বক্সের দাম ৬৪০০ টাকা।তাছাড়াও গ্রাহকদের নতুন সেট-টপ বক্স এ ইনস্টলেশন চার্জ হিসেবে অতিরিক্ত টাকা দিতে হবে।
আরও পড়ুন : ২০২০ তে হোয়াটসঅ্যাপে আসতে পারে এই ফিচার্স গুলি
অন্যান্য DTH অপারেটরগুলির যেমন এয়ারটেল ডিজিটাল টিভি এবং ডিশ টিভি যারা নতুন কানেকশন এর জন্য এক মাসের ফ্রি চ্যানেল দেয় কিন্তু টাটা স্কাই তে এমন কোনো সুবিধা দেওয়া হয়না। গত মাসে, টাটা স্কাই নতুন গ্রাহকদের জন্য বার্ষিক ও অর্ধবার্ষিকী দীর্ঘ মেয়াদী প্ল্যান গুলি মারাঠি ও মালায়ালম চ্যানেল গ্রাহক বাদে বাকিদের জন্য বন্ধ করে দিয়েছে।বন্ধ করার আগে এই প্ল্যান গুলিই HD এবং SD পরিষেবায় অনেকগুলি চ্যানেলে প্রযোজ্য ছিল।