দেশনিউজ

মমতার এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে চিঠি শরদ পাওয়ারের

Advertisement

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল হয়েছে সারাদেশ। দেশের সর্বস্তরের মানুষ এই আইনের বিরোধিতায় পথে নেমেছেন। ২০ জনেরও বেশী সাধারণ মানুষের প্রাণ গিয়েছে আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। আটক হয়েছেন বহু মানুষ। তবে মুখ্যমন্ত্রী হিসেবে এই আইনের বিরোধিতায় পথে নেমেছেন একমাত্র তৃণমূল নেত্রী।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সেই আন্দোলনকে এবার সমর্থন জানালেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো এদিন এনআরসি ও সিএএ বিরোধী এই আন্দোলনকে সমর্থন করার কথা জানান তিনি। চিঠিতে তিনি লেখেন, ‘এনআরসি ও সিএএ বিরোধী আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’ কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই আন্দোলনে নিজে যুক্ত থাকতে পেরে খুব খুশি বলেও জানান তিনি। সংবিধান বাঁচাতে ভবিষ্যতে সমভাবাপন্ন রাজনৈতিক দলগুলোর নেতানেত্রীদের সাক্ষাতের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি।

আরও পড়ুন : মোদীর বিরুদ্ধে লড়াইয়ে মমতার পাশে সোনিয়া গান্ধী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই আইনের বিপক্ষে মতামত দিয়ে এসেছেন। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়ে পশ্চিমবঙ্গের মানুষ একের পর সরকারি সম্পত্তি ধ্বংস করলেও নীরব ছিলেন তিনি। সেই সময় বিক্ষোভকারীদের প্রতি কার্যত নীরব সমর্থনই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে পড়ে হিংসাত্মক আন্দোলন না করার বার্তা দিলেও এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলন যাতে থেমে না যায় সে দিকে নজর রাখার পরামর্শ দিয়েছিলেন তিনি।

Related Articles

Back to top button