রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ছে অনেকটাই রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন বাড়ানো হল। তবে এই বর্ধিত বেতন রাজ্য সরকারি কর্মচারীদের ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া হবে। স্কুল কলেজের শিক্ষক, পুর পঞ্চায়েত কর্মীদের বেতন বৃদ্ধি না করার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের যে অসন্তোষ ছিল বহুদিন ধরে তা এবার কমবে। যার বেতন ১০০ টাকা ছিল তার বেতন হবে ২৮০.৯০ টাকা। এরমধ্যে বেসিক পে, গ্রেড পে, ও ডি এ যোগ হবে।
আরও পড়ুন : মঙ্গলবার মধ্যরাত থেকেই বাড়বে রেলের ভাড়া
বেতন বৃদ্ধিতে খরচ অনেকটাই বেড়ে গেল রাজ্যের। বেতন ও পেনশন দিতে এখন ৫২০০ কোটি টাকা লাগে যা জানুয়ারিতে হবে ৬০০০ কোটিরও বেশি অর্থাৎ প্রায় এক হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে জানুয়ারি থেকে।