আগামী পাঁচ বছরে দেশজুড়ে বিপুল পরিমান টাকা বিনিয়োগ, আশার আলো দেখছে ভারতবাসী
পরিকাঠামোগত খাতে ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করলো কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন জানিয়েছেন একথা। আগামী পাঁচ বছর দেশ জুড়ে এই প্রকল্প গুলি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইনের (এনআইপি) এর উপর টাস্কফোর্সের রিপোর্ট প্রকাশ করেছে, যার লক্ষ আগামী পাঁচ বছরে দেশ জুড়ে পরিকাঠামো খাতে ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা।
প্রসঙ্গত ২০১৯ সালের স্বাধীনতা দিবসের দিন দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে, দেশ জুড়ে পরিকাঠামোগত খাতে ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। নতুন বছরের শুরুতেই সেই ঘোষণার বাস্তব রূপায়ন এলো অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের হাত ধরে। এই বিপুল পরিমাণ টাকা পরিকাঠামোগত খাতে বিনিয়োগ করতে একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গ ছাড়া প্রত্যেক রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে টাকা
বিভিন্ন পরিকাঠামো গত খাত যেমন, শক্তি, রেলওয়ে, নগরায়ণ, সেচ, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ হবে এই টাকা জানিয়েছেন অর্থমন্ত্রী। নতুন যে পরিকল্পনার কথা কেন্দ্রীয় সরকার বলেছে তাতে কেন্দ্র ও রাজ্য মিলে ৩৯ শতাংশ বিনিয়োগ করবে আর বাকি ২২ শতাংশ বিনিয়োগ থাকবে প্রাইভেট সেক্টরের, এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। ২০২৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন করার যে স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখেছেন এখন এই বিনিয়োগের মাধ্যমে তা পূরণ হয় কিনা সেটাই দেখার।