প্রজাতন্ত্র দিবসের প্যারেড থেকে বাদ পশ্চিমবঙ্গের ট্যাবলো, রাজনৈতিক প্রতিহিংসা বলছে তৃণমূল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ালো। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক বুধবার ঘোষণা করেছে, আগামী ২৬ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করা হলো।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ‘পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলোর প্রস্তাবটি দুটি দফায় বৈঠকে বিশেষজ্ঞ কমিটি দ্বারা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু এই নিয়ে আর আগ্রহ দেখায়নি বিশেষজ্ঞ কমিটি।’ নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে এই ট্যাবলো বাতিল যে এতে নতুন মাত্রা যোগ করবে সেকথা বলাই যায়।
আরও পড়ুন : আরও পড়ুন : বছরের শুরুতেই চালু হল ‘এক দেশ এক রেশন কার্ড’
এই কুচকাওয়াজের জন্য ১৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং ৬ টি মন্ত্রনালয় নিয়ে মোট ২২টি ট্যাবলো শর্টলিস্ট করা হয়েছে।কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রাপ্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে ৩২ এবং বিভিন্ন মিনিস্টারি থেকে ২৪টির মধ্যে থেকে এই ২২ টিকে শর্টলিস্ট করা হয়েছে।
বিশেষজ্ঞ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে থিম, ধারণা, নকশা এবং ভিজ্যুয়াল এফেক্টের ভিত্তিতে ট্যাবলোর প্রস্তাবগুলি পর্যালোচনা করে। প্যারেডের সামগ্রিক সময়কাল থেকে উদ্ভূত সময়ের সীমাবদ্ধতার কারণে, অংশ গ্রহণের জন্য কেবলমাত্র সীমিত সংখ্যক ট্যাবলোকেই চূড়ান্ত তালিকাভুক্ত করা যেতে পারে।
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে ২০১২ সালে দীর্ঘ ১২ বছর পরে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যোগদান করেছিল পশ্চিমবঙ্গ। ট্যাবলো বাতিল করার প্রসঙ্গে তৃণমূলের সৌগত রায় বলেছেন, ‘পশ্চিমবঙ্গ কলা, সংগীত এবং অন্যান্য বিষয়ে অনেক রাজ্যের থেকেই এগিয়ে, সুতরাং পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ বৈষম্যমূলক বলে মনে করি আমরা।’