নিউজরাজ্য

বাসের ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রীর, একাধিক বাসে আগুন

Advertisement

টিউশন পড়তে আর যাওয়া হল না তার, পথেই বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো জলপাইগুড়ির তৃষা চক্রবর্তী। শনিবার সকালে দাদার সাথে স্কুটিতে করে টিউশন পড়তে যাওয়ার সময় ৩১ নম্বর জাতীয় সড়কে মোহিতনগর রেলগেট সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস তাদের স্কুটিতে ধাক্কা মারে। ছিটকে পড়ে তৃষা ও তার দাদা। ঘটনাস্থলেই বাসের চাকার তলায় পিষ্ট হয়ে মারা যায় তৃষা চক্রবর্তী। তার দাদাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন : বছরের শুরুতে বৃষ্টি হল শহরজুড়ে, ভাঙল সাত বছরের রেকর্ড

রানিনগর থেকে জলপাইগুড়ির মোহিতনগরে পড়তে যাচ্ছিল তৃষা। ক্লাস ইলেভেনের ছাত্রী তৃষা পড়াশোনায় ছিল মেধাবী। বাসের চালক পলাতক ঘটনায় উত্তেজিত জনতা পাঁচটি সরকারিভাবে ভাঙচুর করে এবং তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়, জাতীয় সড়ক অবরোধ করে তারা। পরিস্থিতি সামলাতে এলাকায় আসে বিশাল পুলিশবাহিনী। দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। সরকারি বাসে আগুন লাগানো ও ভাঙচুরের অপরাধে তিন জনকে আটক করেছে পুলিশ।

Related Articles

Back to top button