ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বিদেশ ভ্রমণে ভারতীয়দের জন্য ক্যাশব্যাক অফার, জানুন কিভাবে পাবেন এই অফার

Advertisement

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) বৃহস্পতিবার জানিয়েছে যে হোমগ্রোন পেমেন্টস টেকনোলজি RuPay এর আন্তর্জাতিক কার্ড ব্যবহারকারীদের নির্বাচিত কিছু দেশে লেনদেনের ক্ষেত্রে তারা ৪০ শতাংশ ক্যাশব্যাক দেবে।

সংযুক্ত আরব আমিরশাহ, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, সুইজারল্যান্ড এবং থাইল্যান্ডে ভ্রমণকারী ভারতীয়রা তাদের RuPay আন্তর্জাতিক কার্ড সক্রিয় করলে প্রতি মাসে ১৬,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে, এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনপিসিআই।

আরও পড়ুন : নতুন নিয়মে SBI-এর ATM থেকে কিভাবে, কখন টাকা তুলবেন, জানুন বিস্তারিত

RuPay আন্তর্জাতিক কার্ড জেসিবি, ডিসকভার এবং ডিনার্স ক্লাব এইসমস্ত একাধিক কার্ড ব্যবহার করলে গ্রাহকরা ‘RuPay Travel Tales’ ক্যাম্পেইনের অধীনে একাধিক ক্যাশব্যাকের সুবিধা পাবেন। ক্যাশব্যাক সুবিধা পেতে গ্রাহককে ন্যূনতম ১০০০ টাকার লেনদেন করতে হবে এবং একটি লেনদেনের জন্য সর্বোচ্চ ৪০০০ টাকার ক্যাশব্যাক একজন গ্রাহক পাবেন।

অফারটি গ্রাহকরা মাসে চারবার RuPay ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে নিতে পারবেন, যা তাদের ক্যাশব্যাক হিসেবে একমাসে মোট ১৬০০০ টাকা পর্যন্ত আয় করার সুযোগ করে দিতে পারে। ক্যাশব্যাক ছাড়াও RuPay আন্তর্জাতিক কার্ডধারীরা RuPay অনুমোদিত ডোমেস্টিক/ইন্টারন্যাশনাল বিমানবন্দরের লাউঞ্জে ব্যবহার করতে পারবেন। টমাস কুক এবং মেক মাই ট্রিপের সহযোগিতায় তারা আন্তর্জাতিক ফ্লাইট ও হোটেল বুকিংয়ে আকর্ষণীয় অফারও পাবেন।

Related Articles

Back to top button