দেশনিউজ

CAA না মানলেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক : মোদীর মন্ত্রী

Advertisement

শনিবার নাগরিকত্ব সংশোধন আইন বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্র বনাম রাজ্যের দ্বন্দ্বের বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় জনতা পার্টির সাংসদ উদয় প্রতাপ সিং বলেন যে, যেই রাজ্যগুলি এর বিরোধিতা করছে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে।

তিনি বলেন যে এই আইনটি প্রণয়নের ক্ষেত্রে অন্য কোনো বিকল্প নেই এবং প্রত্যেকটি রাজ্য এটি প্রয়োগ করার জন্য বাধ্য। এই বিষয়ে তিনি আরও বলেন, “যে রাজ্য সরকার সিএএর বিরোধিতা করছে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে তাদের বরখাস্ত করা যেতে পারে।”

আরও পড়ুন : সিএএ নিয়ে প্রতিবাদ করলে মিলবে পেনশন, আজব প্রতিশ্রুতি দিল দলের পার্টি

তিনি সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগ করার পরামর্শ দেন। ভারতীয় সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী কোনো রাজ্য সরকার যখন সঠিকভাবে তার কার্যভার না পালন করতে পারে, তবে রাষ্ট্রপতির ক্ষমতা থাকে তাকে পদচ্যুত করার।

পাঞ্জাব, ছত্তিশগড় ও কেরালা সহ বেশ কয়েকটি রাজ্য এই আইনটির বিরোধিতা করে বলে যে এই আইন সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করবে। এরপরই প্রতাপ সিং এমন মন্তব্য করেন।

প্রসঙ্গত ১১ই ডিসেম্বর সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাস করা হয়।এই আইনের লক্ষ্য হল পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান এই তিনটি দেশের ধর্মীয়ভাবে অত্যাচারিত শরনার্থীদের ভারতে নাগরিকত্ব প্রদান।

Related Articles

Back to top button