Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যুদ্ধের আশঙ্কায় বাণিজ্যে ঘাটতি, নিম্নমুখী অর্থনীতি

ইরানে আমেরিকার বিমানহানার পর থেকেই আশঙ্কা বাড়ছে যুদ্ধের। আমেরিকা ও ইরান পরস্পরকে আক্রমণ করে বাকযুদ্ধ অব্যাহত রেখেছে। এমন অবস্থায় ধাক্কা খাচ্ছে আন্তর্জাতিক বানিজ্য। দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তৈরী হওয়ায়…

Avatar

ইরানে আমেরিকার বিমানহানার পর থেকেই আশঙ্কা বাড়ছে যুদ্ধের। আমেরিকা ও ইরান পরস্পরকে আক্রমণ করে বাকযুদ্ধ অব্যাহত রেখেছে। এমন অবস্থায় ধাক্কা খাচ্ছে আন্তর্জাতিক বানিজ্য। দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তৈরী হওয়ায় ঘাটতি দেখা দিয়েছে বাণিজ্যে। যার কুপ্রভাব পড়তে শুরু করেছে শেয়ার বাজারে।

সেনসেক্স ও নিফটির নিম্নমুখী গতি লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই। বিএসই সেনসেক্স ১.১৭% অর্থাৎ ৪৮০ পয়েন্ট কমে ৪০৯৮৩ সূচকে দাঁড়িয়েছে। এনএসই নিফটি ১.১৭% অর্থাৎ ১৪৩ পয়েন্ট কমে ১২০৮৩ সূচকে এসে পৌঁছেছে। এর ফলে সমস্যায় পড়েছে বহু সংস্থা। ক্ষতির মুখ দেখেছে পাওয়ারগ্রিড, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এশিয়ান পেইন্টস ও মারুতি অ্যান্ড সান ফার্মা। ৩.১৯% স্টক পড়েছে এদের। এনএসই প্ল্যাটফর্মে লোকসানের মধ্যে দিয়ে গিয়েছে সকল সংস্থা, ব্যতিক্রম শুধু এনএফটি আইটি। ২.৮৬% স্টক পড়েছে নিফটি পিএসইউ ব্যাংক ও নিফটি মেটালের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : নতুন নিয়মে SBI-এর ATM থেকে কিভাবে, কখন টাকা তুলবেন, জানুন বিস্তারিত

ইরানের সেনা কমান্ডারের মৃত্যুর পর আমেরিকার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেয় ইরান। মার্কিন সংস্থা বা ব্যক্তির উপর আক্রমণ হলে ফল ভুগতে হবে ইরানকে, সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ও ইরানের এই বাকযুদ্ধের প্রভাব পড়ছে অর্থনীতিতে, এমনটাই মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের।

About Author