ভারতীয় বোলারদের দাপটে ১৪২ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর, নবদ্বীপ সাইনিদের দুর্দান্ত বোলিং এর ফলে নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা অর্থাৎ ভারতকে সিরিজে ১-০ এগিয়ে যেতে এবং ম্যাচটি জিততে হলে ১৪৩ রান করতে হবে।
চোট সারিয়ে ভারতীয় দলে ফিরে জসপ্রীত বুমরাহ ভালো বোলিং প্রদর্শন করেন। নির্দিষ্ট চার ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট দখল করেছেন তিনি। ভারতীয়দের মধ্যে সবচেয়ে সেরা বোলিং প্রদর্শন শার্দুল ঠাকুর এর। নির্দিষ্ট ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে তিনটি উইকেট দখল করেছেন তিনি। নবদীপ সাইনি দুটি, কুলদীপ যাদব দুটি, ওয়াশিংটন সুন্দর একটি উইকেট দখল করেছেন।
আরও পড়ুন : KKR দলের নতুন সদস্য, ৫ টি ছয় হাঁকালেন এক ওভারে (ভিডিও)
শ্রীলঙ্কানদের মধ্যে একমাত্র কুশল পেরেরা ৩০ রানের গন্ডি পেরোতে সক্ষম হন। তিনি ২৮ বলে ৩৪ রান করেন। এছাড়া দুই ওপেনার ধনুশকা গুনতিলকা ২০ এবং অবিশকা ফার্নান্ডো ২২ রান করেছেন। আর কোন ব্যাটসম্যান কুড়ি রানের গণ্ডি পার করতে পারেননি।