ভারতীয় বোলাররা দুর্দান্ত বোলিং প্রদর্শন করে ১৪২ রানে আটকে দেয় শ্রীলঙ্কাকে। এরপর ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় গোড়াপত্তনকারি জুটি কে এল রাহুল ও শিখর ধাওয়ান দারুণ শুরু করেন। রাহুল ৪৫ ও ধাওয়ান ৩২ রান করে আউট হন।
এরপর বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার জুটি ভারতকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান। ভারতের জয়ের যখন ছ’রান বাকি সেই মুহূর্তে শ্রেয়স ৩৪ রান করে আউট হয়ে যান। নির্দিষ্ট ওভারের আগেই ভারত কাঙ্খিত জয় তুলে নিয়ে সিরিজে ১-০ এগিয়ে যায়।
আরও পড়ুন : ওপেনার হিসাবে শিখর ধাওয়ানের জায়গায় এই ক্রিকেটারকে দেখতে চান গৌতম গম্ভীর
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
- ভারত টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- শ্রীলঙ্কা: কুশল পেরেরা ৩৪, ফার্নান্দো ২২, শার্দুল ৩-২৩
- ভারত: রাহুল ৪৫, শ্রেয়স ৩৪, হাসারঙ্গা ২-৩০
- ভারত ৭ উইকেটে জয়ী