ক্ষমতায় এসে বাংলায় বনধ রুখতে বিধানসভায় নয়া আইন নিয়ে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার। আইন করে বনধ ব্যর্থ করার সেই চেষ্ঠার বিরুদ্ধে মুখ খুলেছিল বিরোধীরা। কিন্তু এবার সেই তৃণমূল কংগ্রেস সরকারের অন্য রূপ দেখলেন রাজ্যবাসী। বুধবার সারা দেশ জুড়ে বামেদের ডাকা বনধের বিরোধিতা করলেও বাস মালিকদের স্বস্তি দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার।
দেশ জুড়ে বামেদের ডাকা এই সাধারণ ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাস মালিকদের রাস্তায় বাস নামানোর অনুরোধ জানানো হয়ে রাজ্য প্রশাসনের তরফে। বনধের দিন সাধারণ মানুষ ও বাস মালিক কাউকে যাতে সমস্যায় পড়তে না হয়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করল রাজ্য প্রশাসন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএদিন রাজ্য পরিবহন দপ্তরের তরফে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে। পরিবহন দপ্তর জানিয়ে দেওয়া হয়েছে, বনধে নেমে বাসের কোন ক্ষতি হলে ক্ষতিপূরণ মিলবে রাজ্য সরকারের থেকে। এর জন্য ২ কোটি টাকার বিমা ঘোষণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসের জন্য ন্যূনতম ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : ভোটে জিতল তৃণমূল, সুপ্রীম কোর্টে যাচ্ছে বিজেপি
আইন করে বনধের কারণে ক্ষতি হওয়া সম্পত্তি সংশ্লিষ্ট সংগঠনের থেকে নেওয়ার বন্দোবস্ত করেছে তৃণমূল সরকার। ফলে বামেদের ডাকা ৮ জানুয়ারির বনধে এই ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণায় অবাক হয়েছেন রাজ্যবাসী। তবে রাজ্য প্রশাসনের তরফে সাফ জানানো হয়েছে, যে কোন মূল্যে বাংলায় বনধ রুখতে চায় রাজ্য। তাই বাস মালিকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে বিমা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।