শ্রেয়া চ্যাটার্জী : আর মাত্র ১৪ দিন পরে সেই অতি অপেক্ষার দিনটা আসতে চলেছে। গোটা দেশবাসীর কাছে এটা বোধহয় একটা আনন্দের দিন। সাজা পাবে নির্ভয়া কাণ্ডের দোষীরা। দিন ঠিক হয়েছে ২২ শে জানুয়ারি সকাল সাতটায়। অপরাধীদের নাম অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত, বিনয় শর্মা, মুকেশ সিং।
তাদের তিনজনকে রাখা হয়েছে তিহার এর দু’নম্বর জেলে এবং একজনকে চার নম্বরে। বেশ শক্তপোক্ত ফাঁসুড়ে কে আনা হচ্ছে এই চার জনকে ফাঁসি দেওয়ার জন্য। তাদেরকে ২৪ ঘণ্টা কড়া নজরে রাখা হচ্ছে। ফাঁসির দিনে হাজির থাকবেন ১০ জন কনস্টেবল এবং দুজন হেড কনস্টেবল আসামিদের চোখ বেঁধে দেওয়া হবে কালো কাপড়ে। হাত বেঁধে দেওয়া হবে এবং দুই পা বাঁধা থাকবে। ওই দড়ির ফাঁসি পড়ানো হবে গলায়।
আরও পড়ুন : নির্ভয়া কাণ্ডে অভিযুক্তদের ফাঁসির আদেশ, জানুন ফাঁসির দিন ও সময়
আসামীদের কাঁধ চেপে ধরে রাখবেন জেল ওয়ার্ডেন। তারপরে ফাঁসির মঞ্চ প্রস্তুত হবে এবং তারপরে ফাঁসির দড়িতে টান পড়বে। ৩০ মিনিট দেহ ওইভাবেই ঝোলানো থাকবে। তারপরে পরিবারের কাছে তুলে দেওয়া হবে, পরিবার যদি নিতে চান। তবে ফাঁসির আগে তাদেরকে কড়া নজরে রাখা হবে তাদেরকে কটা দিন বইপত্র, খবরের কাগজ ইত্যাদি পড়তে দেওয়া হবে। তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য কেমন আছে সেটা দেখতে ডাক্তার পরীক্ষা করবেন নিয়মিত।
মৃত্যুও যে কখনো শান্তির হতে পারে তা হয়তো এই দোষীদের মৃত্যুদণ্ড প্রমাণ করবে। নির্ভয়ার আত্মার শান্তি পাবে এবং তার সঙ্গে সঙ্গে তার গোটা পরিবার এবং মনে হয় গোটা ভারতবাসী সেদিন শান্তি পাবে।