Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দক্ষিণ কোলকাতার এক বিশেষ উড়ালপুলে ফাটল, বন্ধ যান চলাচল

দক্ষিণ কোলকাতার রাজ্যের দীর্ঘতম মহেশতলা উড়ালপুল বন্ধ করে দেওয়া হল।স্থানীয় সূত্রে খবর, কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রথমে উড়ালপুলের কিছু কিছু স্থানে ফাটল লক্ষ্য করেন।এরপর তারা তড়িঘড়ি পুলিশে খবর দেন। আপাতত ফাটল…

Avatar

দক্ষিণ কোলকাতার রাজ্যের দীর্ঘতম মহেশতলা উড়ালপুল বন্ধ করে দেওয়া হল।স্থানীয় সূত্রে খবর, কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রথমে উড়ালপুলের কিছু কিছু স্থানে ফাটল লক্ষ্য করেন।এরপর তারা তড়িঘড়ি পুলিশে খবর দেন।

আপাতত ফাটল ধরা পরার কারনে যান চলাচল স্থগিত রাখা হয়েছে কিছুদিনের জন্য। ফাটল এর খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হন ডায়মন্ড হারবার পুলিশ জেলার আধিকারিকরা। কিসের জন্য এই ফাটলের সৃষ্টি হলো তা সুস্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। জানা গিয়েছে, উড়ালপুলের ১২১ এবং ১২২ পিলারে ফাটল চোখে পড়েছে, এবং ফাটলগুলি দুটি গার্ডারের মাঝে।এছাড়াও এই খবর শুনে সেখানে উপস্থিত হন কেএমডিএর বিশেষজ্ঞ দল অথবা কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বাম-কংগ্রেস এর ‘দাদাগিরি’ বরখাস্ত করব না : মমতা

২০১৯ এর ১১ই জানুয়ারি শুক্রবার এই সেতুর উদ্বোধন হয়।বছর ঘুরতে না ঘুরতেই দক্ষিণ কোলকাতার মহেশতলা উড়ালপুলের এমন অবস্থা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। তাই প্রশাসন তড়িঘড়ি ফাটল ধরা পরার পর উড়ালপুলটি আপাতত যান বাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রশাসনের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে উড়ালপুলটি।

মহেশতলার এই উড়ালপুল দিয়ে সহজেই তাড়াতাড়ি পৌছে যাওয়া যায় তারাতলার জিঞ্জিরা বাজার থেকে বাটা মোড়ে মাত্র মিনিট দশেকেই। দুরত্ব মাত্র সাত কিলোমিটার। এই উড়ালপুল তৈরি হবার আগে ঘন্টাখানেক সময় লাগতো বজবজ ট্রাঙ্ক ধরে যেতে। তাই এই উড়ালপুলটি বন্ধ হওয়ার কারনে প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা নিতে তৎপর।

About Author